Bank Holidays (Photo Credits: PTI)

দিল্লি, ১ নভেম্বর: দীপাবলির (Diwali 2024) পরদিন অর্থাৎ ১ নভেম্বর কি ব্যাঙ্ক (Bank) বন্ধ থাকবে? উৎসবের পরদিন ব্যাঙ্ক বন্ধ থাকা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। দীপাবলির পরদিন অর্থাৎ ১ নভেম্বরদেশের বেশ কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। যে রাজ্যগুলিতে শুক্রবার ব্যাঙ্কে লেনদেন হবে না, সেগুলি হল ত্রিপুরা (Tripura), কর্ণাটক (Karnataka), উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, মেঘালয়, সিকিম এবং মণিপুর। দেশের এই সমস্ত রাজ্যগুলিতে ১ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে দীপাবলি, কূট, কর্ণাটক রাজ্য উৎসব, এই অনুষ্ঠানগুলির জন্য।

আরও পড়ুন: Bank Holidays in November 2024: ব্যাঙ্কে একটানা ছুটি নভেম্বরে? ধনতেরাসেও বন্ধ, কোনদিন কীভাবে টাকা তুলবেন দেখুন

২ নভেম্বর গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান, সিকিম, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং আরও বেশ কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক থাকবে। দীপাবলি, লক্ষ্মী পুজো, গোবর্ধন পুজোর জন্য ২ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে।