Bank Holidays, Representational Image (File Image)

দিল্লি, ২৯ অক্টোবর: মঙ্গলবার ধনতেরাস (Dhanteras 2024)। ফলে ধনতেরাসে কি ব্যাঙ্ক (Bank Holidays) বন্ধ থাকবে? এমন প্রশ্ন অনেকের মনে উঠতে শুরু করেছে। তবে ধনতেরাসে গোটা ভারতবর্ষের (India) কোনও ব্যাঙ্ক (Bank) বন্ধ থাকছে না বলে খবর।ধনতেরাসে মানুষ সোনা, রুপো কিনে যাতে ব্যাঙ্কে জমাতে পারেন, তার জন্য নিরবিচ্ছিন্ন বন্দোবস্ত করা হয়েছে। সেই সঙ্গে ব্যাঙ্ক থেকে টাকা তুলতেও যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় ধনতেরাসে। তার জন্য ব্যবস্থাপনা রয়েছে। ধনতেরাসে নয় দীপাবলি-সহ অন্য উসবে দেশের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে বলে খবর। অর্থাৎ দীপাবলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, দীপাবলি অর্থাৎ ৩১ অক্টোবর, ১ নভেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেই সঙ্গে ২ নভেম্বরও দেশের বেশ কয়েকটি প্রান্তের ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে আঞ্চলিক উৎসব, অনুষ্ঠানের জন্য।

দেখে নিন অক্টোবর শেষ থেকে নভেম্বরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...

৩১ অক্টোবর দীপাবলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১ নভেম্বর লক্ষ্মী পুজো (দীপাবলি অমাবস্যা), কুট-এর মত একাধিক উৎসবের জন্য ব্যাঙ্ক থাকবে বন্ধ।

২ নভেম্বর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। গোবর্ধন পুজো, ভাইফোঁটা-সহ একাধিক উৎসবের জন্য ওইদিন ব্যাঙ্ক থাকবে বন্ধ।