Mid-Flight Video (Photo Credit: Twitter)

ওমানের রাজধানী মাসকট থেকে মুম্বইয়ে আসা ভিস্তারা-র এক বিমানে অসভ্যতার অভিযোগে গ্রেফতার করা হল বাংলাদেশের বছর ৩০-এর এক ব্যক্তিকে। মহম্মদ দুলাল নামের সেই বাংলাদেশী যাত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি বিমানসেবিকাকে দেখিয়ে হস্তমৈথুন করছিলেন। বাধা দিতে গেলে তিনি বিমানসেবিকাদের ওপর পাল্টা চড়াও হন বলে অভিযোগ। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নামলে সেই বাংলাদেশী যাত্রীকে গ্রেফতার করা হয়।

ভোর ৪টে ২৫ বিমানটি ছাড়ার আধ ঘণ্টা পর থেকেই সেই যাত্রী অসভ্যতা শুরু করেন বলে অভিযোগ। বিমান সেবিকাদের পাশপাশি তিনি সহযাত্রীদের সঙ্গে অসভ্যতা করেন বলে অভিযোগ। ঢাকায় কানেক্টিং ফ্লাইট ধরার জনেয তিনি মুম্বইয়ে নামতেন। আরও পড়ুন-

বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় বজ্রপাতে মৃত্যু যুবকের

দেখুন টুইট

গ্রেফতার করার পর তাঁকে আন্ধেরীর আদালতে তোলা হয়। অভিযুক্ত যাত্রীর আইনজীবীর দাবি তাঁর মক্কেল মানসিক দিক থেকে অসুস্থ। বেশ কিছু সময়ে তিনি মানসিক ভারসাম্য হারান। হিন্দি, ও ইংরেজি বুঝতে না পারায় তার সমস্যা আরও বাড়ে বলে দাবি।