বিগত কয়েকমাস ধরেই দেশের বিভিন্ন রাজ্যে পাকড়াও হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। অপারেশন সিঁদুরের পর এই ধরপাকড়ের প্রক্রিয়া আরও বেড়েছে। এবার উত্তরাখণ্ড (Uttarakhand) থেকে পাকড়াও হল এক বাংলাদেশি নাগরিক। ভুয়ো নথিপত্র নিয়ে এদেশে এসে ভেশ বদলে সাধুরূপে লোক ঠকানোর কাজ করছিল এক ব্যক্তি। বিগত কয়েকদিন ধরেই পুলিশের কাছে এই বাবাজির নামে অভিযোগ উঠে আসছিল। শুক্রবার তাঁর ডেরায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাংলাদেশের নথিপত্র। তারপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আটক করার পর পেশ করা হয়েছে আদালতে।
চোরাপথে ঢুকেছিল ভারতে
জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে রাকম সিং নামে পরিচয় দিয়েছিল। তবে তল্লাশি অভিযানে বাংলাদেশের যে নথিপত্র উদ্ধার হয়, সেই অনুযায়ী পুলিশ জানতে পারে যে তাঁর নাম ভিন্ন। সে ঢাকার বাসিন্দা। যদিও তাঁর আসল নাম এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ। জেরায় সে জানিয়েছে, কয়েকবছর আগে চোরাপথে ভারতে ঢুকে বিভিন্ন রাজ্য পেরিয়ে শেষে উত্তরাখণ্ডে গা ঢাকা দেয়। এখানে সাধু সেজে বিভিন্ন মন্দিরে বসে লোকজনের থেকে টাকা নিত।
২৫ জন ভুয়ো সাধু গ্রেফতার
পুলিশের তরফে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতেই বেড়েছে ভুয়ো সাধুর চক্র। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ২৫ জন ভুয়ো সাধুকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।