Balasore Horror: বালাসোরে যৌন হেনস্থা কাণ্ডে আত্মহত্যার চেষ্টা করা কলেজ ছাত্রীকে দেখতে ভূবনেশ্বর এইমসে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দু'দিনের ওডিশা সফর গিয়ে একাধিক সরকারি কর্মসূচির মাঝে এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্যাতিতাকে দেখতে AIIMS-র বার্ন ইউনিটে গেলেন। তাঁর সঙ্গে হাসাপাতালে গিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝি ও রাজ্যপাল হরিবাবু কামভামাপতি। বালাসোরের ফকির মোহন (স্বায়ত্তশাসিত) কলেজের কলেজের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে কলেজ কর্তৃপক্ষের কাছে বিচারের দাবিতে গিয়ে ফল না হওয়ায়, কলেজের গেটেই গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্য়ার চেষ্টা করেন ২০ বছরের তরুণী। এর ফলে তাঁর দেহে ৯০-৯৫ শতাংশ পুড়ে যায়। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভূবনেশ্বরের এইমস-এ তাঁর চিকিতসা চলছে। এর আগে গতকাল, রবিবার ওডিশারক মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝি অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় থাকা মেয়েটিকে দেখতে ভূবনেশ্বরের AIIMS-এ যান।
মেয়েটির দেহ ৯০-৯৫ শতাংশ পুড়ে গিয়েছে
গত শনিবার কলেজের অধ্যক্ষের সঙ্গেও দেখা করতে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থা নিয়ে অভিযোগ করেছিলেন। কিন্তু তাতে ফল না হওয়ায়, সেখান থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই কলেজের গেটেই আত্মহত্যার চেষ্টা করে দ্বিতীয় বর্ষের ছাত্রীটি। ছাত্রীকে বাঁচানোর চেষ্টা করেন সেই কলেজেরই এক ছাত্র। নির্যাতিতার গায়ের আগুন নেভাতে গিয়ে তিনিও দগ্ধ হয়েছেন। ছেলেটির দেহের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে।
নির্যাতিতাকে দেখতে এইমসে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
FM College Girl’s Self-Immolation Bid: President Droupadi Murmu visits critically-injured student at the burn unit of AIIMS Bhubaneswar; President reaches the special unit after concluding the convocation ceremony of AIIMS Bhubaneswar; Odisha Governor and Chief Minister also… pic.twitter.com/aYP8Dn3dVl
— OTV (@otvnews) July 14, 2025
দেখুন ভিডিও
#WATCH | Odisha | Balasore student self-immolation case: President Droupadi Murmu visits AIIMS Bhubaneswar to meet the victim student. pic.twitter.com/T7Mag15ujc
— ANI (@ANI) July 14, 2025
দেশজুড়ে নিন্দার ঝড়
আগুন লাগার পরেই নির্যাতিতা তরুণী ও তাকে বাঁচানোর চেষ্টা করা সেই ছেলেটিকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, নির্যাতিতার শারীরিক অবস্থা একেবারে অবনতি হওয়ার পর তাঁকে ভুবনেশ্বর এইমসে স্থানান্তর করা হয়েছিল। ইতিমধ্যেই অভিযোগ ওঠা সেই শিক্ষক সমীর শাহু ও কলেজের প্রিন্সিপাল দিলীপ ঘোষকে গ্রেফতার করেছে বালাসোর পুলিশ। দেশজুড়ে এই ঘটনার নিন্দার ঝড় বয়ে গিয়েছে। ওডিশার বিভিন্ন অংশে চলছে প্রতিবাদ।