Badrinath Dham: আজ, মঙ্গলবারই শেষবারের মত খুলল উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের দরজা। বুধবার থেকে শীতকালের জন্য মাস ছয়েক বন্ধ থাকবে বদ্রীনাথ ধাম। মরসুমের শেষদিন উপলক্ষ্যে বদ্রীনাথ ধামে ভক্তদের ঢল নামে। গাঁদা-গোলাপ-সহ নানান ফুলের মালায় সুসজ্জিত হয়েছে মন্দিরের গর্ভগৃহ থেকে প্রধান প্রবেশদ্বার। গত ৪৮ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ভক্ত উচ্চতাপ্রবণ এই তীর্থে পৌঁছেছেন শেষ দর্শনের জন্য। শীতল হাওয়া আর হালকা তুষারপাত সত্ত্বেও ভোর থেকে ভক্তরা লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দেন।
ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা প্রশাসনের
মন্দিরের গর্ভগৃহে, যেখানে ভগবান বদ্রীনারায়ণ (বিষ্ণুর অবতার) পূজিত হন, সেখানে বিশেষ সাজসজ্জা করা হয়েছে। বন্ধের আগে সারাদিনব্যাপী পুরোহিতরা বৈদিক মন্ত্রোচ্চারণ ও বিশেষ পূজার্চনা সম্পন্ন করেছেন। বাড়তি ভিড় সামাল দিতে মন্দির প্রশাসন কঠোর নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে।
বদ্রিনাথ ধামে ভক্তদের ভিড়
VIDEO | Uttarakhand: Badrinath Dham is decked up ahead of its closure ceremony. A large number of devotees have arrived for darshan.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/k5SaoomtDR
— Press Trust of India (@PTI_News) November 25, 2025
চলতি বছর ১৮ লক্ষ ভক্তের সমাগম
বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ হওয়ার পর দেবতাকে জ্যোতির্মঠ (জোশীমঠ)-এর শীতকালীন আবাসে স্থানান্তর করা হবে। , আগামী বছর এপ্রিল-মে নাগাদ ফের মন্দিরে দরজা খোলার আগ পর্যন্ত থাকবে। চলতি বছর চারধাম যাত্রায় বদ্রীনাথ ধামে প্রায় ১৮ লক্ষ ভক্তের আগমন হয়েছে। যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চগুলোর একটি।