উত্তরাখণ্ডে যমুনোত্রী, গঙ্গোত্রী এবং কেদারনাথ ধামের দরজা খুলে গিয়েছে আগেই। এখন চারধামের শেষ কেন্দ্র বদ্রীনাথ ধাম এর দরজাও আজ খুলে গেল।বৈদিক জপ এবং ফুলের বৃষ্টির মধ্যে আজ সকাল ৭.১০ মিনিট থেকে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হল ভগবান বিষ্ণুর আবাস বদ্রীনাথের দরজা।
সকাল থেকেই প্রবল তুষারপাত দেখা যায় বদ্রীনাথে, কিন্তু তা সত্ত্বেও ভক্তদের উল্লাস ও আনন্দে কোন খামতি দেখা যায়নি। 'জয় বদ্রী বিশাল' ধ্বনিতে মুখরিত ছিল মন্দির চত্বর।ভক্তদের পাশাপাশি ছিল আইটিবিপি ব্যান্ডের সদস্যরা। এছাড়াও গাড়ওয়াল স্কাউটসও এই অনুষ্ঠানে পারফর্ম করে। দরজা খোলার আগেই শঙ্করাচার্য পৌঁছে গিয়েছিলেন আভিমুক্তেশ্বরানন্দ মন্দিরে। প্রথম দিন প্রায় ১৫ টনেরও বেশি ফুল দিয়ে সাজানো হয়েছে বদ্রীনাথ মন্দির। পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্ত্রোচ্চারণে গমগম করছে মন্দির চত্বর। প্রতি বছরের মতো এ বছরও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে প্রথম পূজা ও আরতি করা হয়।
চারধাম যাত্রার অন্তর্গত অন্যতম তীর্থস্থান বদ্রীনাথ ধাম। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ-এই নিয়ে চারধাম যাত্রা হয়। প্রতিবছর এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য এই মন্দিরের দরজা খোলে।
#WATCH | The portals of Badrinath Dham opened amid melodious tunes of the Army band and chants of Jai Badri Vishal by the devotees. pic.twitter.com/hoqrP2Tpyq
— ANI (@ANI) April 27, 2023
#WATCH | Devotees rejoice as portals of Uttarakhand Shri Badrinath temple open pic.twitter.com/1PDl5EvwYg
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 27, 2023