justice Bhosle Commission

মহারাষ্ট্রের বদলাপুরের ঘটনায় অভিযুক্ত অক্ষয় শিন্ডের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক আবহ সরগরম হতে শুরু করেছে। অক্ষয়কে ভুয়ো এনকাউন্টারে মারা হয়েছে বলে ইতিমধ্যেই দাবি তুলতে শুরু করেছেন বিরোধীরা।সেই আবহে এবার মহারাষ্ট্র সরকার বদলাপুর যৌন নির্যাতন মামলার অভিযুক্ত অক্ষয় শিন্ডের মৃত্যুর তদন্তের জন্য এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে। কমিশনের নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ ভোসলে।

গত ২৩শে সেপ্টেম্বর বদলাপুরকাণ্ডে অভিযুক্তের প্রথম পক্ষের স্ত্রীয়ের দায়ের করা বধূনির্যাতনের একটি পৃথক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে হেফাজতে নিতে তালোজা জেলে গিয়েছিলেন পুলিশকর্তারা। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে মু তাই তড়িঘড়ি রাজ্য সরকারের তরফে কমিশন গঠন করা হল। এই কমিশন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপ যথাযথ ছিল কিনা তা মূল্যায়ন করবে এবং ঘটনার আশেপাশের সংশ্লিষ্ট দিক ও ঘটনাও পরীক্ষা করবে।