দিল্লি, ২১ জুলাই: এবার বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। এবার থেকে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে চিকিৎসার বড় সুযোগ পাবেন দেশের প্রবীণ নাগরিকরা। জানা যাচ্ছে, ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের প্রথমে আয়ুষ্মান অ্যাপ (Ayushman App) নিজেদের মোবাইলে ইনস্টল করতে হবে। এরপর ওই অ্যাপের মাধ্যমে আয়ুষ্মান বৈ বন্দনা কার্ড তাঁদের ডাউনলোড করে নিতে হবে। ওই আয়ুষ্মান বৈ বন্দনা কার্ডের (Ayushman Vay Vandana Card) মাধ্যমে তাঁরা নিজেদের চিকিৎসা করাতে পারবেন। যে চিকিৎসার মূল্য ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। আয়ুষ্মান বৈ বন্দনা কার্ড কীভাবে তৈরি করবেন, তা দেখুন। সেই সঙ্গে আয়ুষ্মান বৈ বন্দনা কার্ডের মাধ্যমে নিজেদের জন্য স্বাস্থ্য পরিষেবার সুযোগ কীভাবে নিতে পারবেন, তা দেখতে কেন্দ্রের এই ভিডিয়োটিকে ভালভাবে বুঝতে হবে।
দেখুন আয়ুষ্মান অ্যাপ থেকে কীভাবে ডাউনলোড করবেন আয়ুষ্মান কার্ড...
#AyushmanBharat | Senior citizens aged 70 and above can now get their Ayushman Vay Vandana Card through the Ayushman App and access ₹5 lakh of free treatment.
Watch this video to learn how to create Ayushman Vay Vandana Card and unlock essential healthcare benefits.… pic.twitter.com/oY6ZdZ0IeS
— Ministry of Health (@MoHFW_INDIA) July 21, 2025
আযুষ্মান কার্ড আদতে কী?
আযুষ্মান কার্ডের বৈশিষ্টগুলি কী কী?
আয়ুষ্মান কার্ডের মধ্যে রয়েছে আভা কার্ড, PM-JAY কার্ড এবং আয়ুষ্মান ভব প্রকল্প। এই কার্ডগুলির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন।