Ayodhya Ram Mandir Diwali 2024: অযোধ্যার (Ayodhya) রাম মন্দির জুড়ে সাজো সাজো রব। নবনির্মিত রাম মন্দিরে (Ram Temple) আয়োজিত হয়ে চলেছে প্রথম দীপাবলি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) পরিবেশ বান্ধব দীপাবলি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। সেই মতই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। তবে চলতি বছরের দীপাবলি উপলক্ষ্যে এল নতুন বিশ্ব রেকর্ড তৈরি করার লক্ষ্য নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সরায়ু নদীর (Sarayu River) তীরে ২৮ লক্ষ প্রদীপ এবং মোমবাতি জ্বালনোর প্রস্তুতি নিচ্ছেন যোগী। দীপাবলির সন্ধ্যায় পরিবেশ-বান্ধব ওই প্রদীপের আলোতেই আলোকিত হবে রাম মন্দির।
তবে প্রদীপের আগুন কিংবা ধোঁয়ায় মন্দিরের পরিকাঠামো যাতে কোনরকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। কার্বন নিঃসরণ কমাতে এবং ধোঁয়ার জেরে মন্দিরে যাতে কালি না পড়ে তাঁর জন্যে বিশেষ মোমের ব্যবহার করা হচ্ছে। যা জ্বলবেও দীর্ঘক্ষণ।
দীপাবলিতে রেকর্ড গড়ার পথে অযোধ্যার রাম মন্দির...
Ayodhya's Ram temple gears up for its first Diwali; 28 lakh diyas to be lit along Saryu. pic.twitter.com/pmemwJcCSg
— M S Nazki Journalist (@m_nazki) October 28, 2024