Aviation Minsiter Ram Mohan Naidu Kinjarapu. (Photo Credits: X)

Ram Mohan Naidu Kinjarapu: দেশের ইতিহাসের অন্যতম ভয়বাহ দুর্ঘটনার ঘটেছে গুজরাটের আমেদাবাদে। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান টেক অফের পরেই ভেঙে পড়ে। প্রাণ হারান কমপক্ষে ২৪০ জন। ট্রেন দুর্ঘটনার মতই বিমান দুর্ঘটনার ক্ষেত্রেও সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর জবাব চায় দেশ। এখন সবার নজরে দেশের কেন্দ্রীয় অসমারমিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু কিনজারাপুর দিকে। ৩৭ বছরের রামমোহন নাইডুই এখন তৃতীয় মোদী মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য। অন্ধ্রের স্রিকাকুলামের সাংসদ কিনজারাপু তিনবার সাংসদ। মোদী তৃতীয় মন্ত্রিসভায় কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের দায়িত্ব পায় এনডিএ-র দক্ষিণের সবচেয়ে বড় শরিক দল তেলেগু দেশম পার্টি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পরিবর্তে মোদী ৩ মন্ত্রিসভায় টিডিপি সাংসদ রামমোহন নাইডু-কে বিমান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। রামমোহন নাইডুর বাবা ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কাকা এখন এন চন্দ্রবাবু নাইডুর মন্রিসভার সদস্য। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অত্যন্ত ঘনিষ্ঠ কিনজারাপু নাইডু পরিবার। সেই ঘনিষ্ঠতা সূত্রেই পুত্র-সম রামমোহনকে মোদী মন্ত্রিসভায় বিমান চলাচল মন্ত্রকে পাঠান চন্দ্রবাবু নাইডু। লোকসভায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অনেকটা দূরে থাকায় চন্দ্রবাবু নাইডুর সমর্থন ছাড়া সরকার গড়া প্রায় সম্ভব ছিল না। আর সেই সূত্রেই কিংমেকার চন্দ্রবাবু-কে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের দায়িত্ব দেন মোদী।

চন্দ্রবাবু নাইডুর ঘনিষ্ঠতা সূত্রেই কেন্দ্রীয় মন্ত্রী

গত বছর লোকসভা ভোটের পর মন্ত্রক বণ্টনের আগে এনডিএ-র শীর্ষ বৈঠকে কিনজারাপু রামমোহন নাইডু (Kinjarapu Ram Mohan Naidu)-কে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী হিসেবে বেছে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। মাত্র ২৬ বছর বয়সে প্রথমবার সাংসদ হন। রাম মোহন নাইডুর বাবা ইয়ারান নাইডু কেন্দ্রে এইচডি দেবগৌড়া ও আইকে গুজরালের আমলে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান মন্ত্রিসভার সদস্য ছিলেন। স্রীকাকুলাম লোকসভায় চারবারের সাংসদ ইয়ারান নাইডু-র মৃত্যুর পর তার ছেলে রামমোহন নাইডু ২০১৪ লোকসভা নির্বাচনে লক্ষাধিক ভোটে জিতে প্রথমবার সাংসদ হন। ২০১৯ লোকসভা ভোটেও জেতেন তিনি। এরপর ২০২৪ লোকসভা ভোটে ৩ লক্ষ ৩০ হাজার ভোটে জিতে একেবারে কেন্দ্রীয় মন্ত্রী হন।

কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু

আমেরিকায় পড়াশোনা, সিঙ্গাপুরে কাজ

বাবার মত রাম মোহন নাইডু-র কাকা কিনজারাপু অতচাননাইডু এখন চন্দ্রবাবু নাইডু মন্ত্রিসভার সদস্য। দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করা রামমোহন নাইডু মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়রিং করেন এবং এমবিএ পাশ করেন। পড়াশোনা শেষ করে সিঙ্গাপুরে বছরখানেক কাজ করার পর ভারতে ফিরেই রামমোহন নাইডু সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০১৭ সালে তিনি বিবাহ করেন টিডিপি-র সহ সভাপতি বান্দারু সত্যনারায়ণ মূর্তির ছোট মেয়ে সারভায়া বান্দারুকে।