শ্রীনগর, ৩০ নভেম্বর: সিয়াচেনে (Siachen) তুষারধসে (Avalanche) প্রাণ হারালেন ভারতীয় সেনার (Indian Army) দুই জওয়ান। দক্ষিণ সিয়াচেনে ১৮ হাজার ফুট উচ্চতায় টহল দিচ্ছিল সেনার একটি দল। হঠাৎই তুষারধসের কবলে পড়ে দলটি। খবর পেয়ে ঘটনাস্থানে যায় উদ্ধারকারী দল। মৃত জওয়ানদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
জানা গেছে, উদ্ধারকাজে লাগানো হয়েছিল একটি হেলিকপ্টারও। তবুও দুই সেনার মৃত্যু হয়। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া (Colonel Rajesh Kalia) এক বিবৃতিতে বলেন, "উদ্ধারকাজে দ্রুত দল পাঠানো হয়েছিল। সব জওয়ানকে খুঁজে বের করতে সক্ষম হয়। সেনাদের উদ্ধার করে হেলিকপ্টারে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। ২ জন সেনার মৃত্যু হয় চিকিৎসা চলাকালীন।" আরও পড়ুন: Maharashtra: আস্থা ভোটের গণ্ডি পেরিয়েও জয়ের মালা উদ্ধব ঠাকরের গলায়
১৮ নভেম্বর সিয়াচেন হিমবাহের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর একটি টহলরত দলও তুষারধসের কবলে পড়ে। কমপক্ষে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। মৃতদের মধ্যে ৪ জন ভারতীয় সেনার জওয়ান, বাকি ২ জন পোর্টার ছিলেন। এর আগে নভেম্বরের শুরুতে হিমাচলপ্রদেশে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মীও তুষারধসের কবলে পড়ে প্রাণ হারান।