নয়াদিল্লিঃ কালা জাদুর (Black Magic)বলে মিটবে শরীরের সমস্ত সমস্যা। এই প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে লাগাতার ধর্ষণ(Rape)। ছাড় পেল না নির্যাতিতার দু'বছরের কন্যা সন্তানও। মুম্বই(Mumbai)থেকে গ্রেফতার অটো চালক(Auto Driver)। জানা গিয়েছে, অভিযুক্ত অটো চালকের নাম রাজারাজ রামকুমার যাদব। দীর্ঘদিন ধরে এক মহিলাকে শারীরিক নির্যাতন করত সে। কালা জাদুর বলে সমস্ত সমস্যা ঠিক করে দেওয়ার আশ্বাস দেয় ওই যুবক। এরপরই শুরু হয় নির্যাতন। সব কথা ফাঁস করে দিতে চাইলে মহিলাকে নানাভাবে হুমকি দিতে থাকে ওই যুবক। এমনকী নির্যাতিতার দুই শিশু কন্যার উপরও যৌন নির্যাতন চালায় ওই যুবক এমনটাই অভিযোগ।
ফের মুম্বইয়ে ধর্ষণ, ছাড় পেল না দু;বছরের শিশু কন্যা
আর সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। অভিযুক্তর বিরুদ্ধে আরি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। শিশু কন্যাদের যৌন হেনস্থার জন্য পকসো ধারায় মামলা রুজু হয়। এরপরই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাজারাম যাদবকে আটক করে পুলিশ। এই মুহূর্তরে পুলিশি হেফাজতে রয়েছে সে। জিজ্ঞাসাবাদ চলছে।
মহিলা সহ দুই শিশু কন্যাকে ধর্ষণ, আটক অটো চালক
Mumbai Horror: Auto Driver Arrested for Raping Woman, Molesting Her 2 Minor Daughters Under Pretext of Performing Black Magichttps://t.co/Idlazmvep7#Mumbai #BlackMagic #RapeCase
— LatestLY (@latestly) January 15, 2025