Nimbu Pani via UPI: ভারতের রাস্তায় লেবু জলের দামও ডিজিটাল পেমেন্টের মাধ্যমে দেওয়া যায়। পেটিএম, ফোন পে বা গুগল পে-র স্ক্যানারের মাধ্যমে সহজেই করে ফেলা যায় পেমেন্ট। এমন জিনিস দেখে বেজায় খুশি ভারত সফরে আসা অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লস। ডিজিটাল ভারতের উন্নতি দেখে তাজ্জব বনে গেলেন অজি উপপ্রধানমন্ত্রী। যদিও অস্ট্রেলিয়াতেও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বেশ উন্নত।
এমনই এক ভিডিয়ো তাঁর এক্স ভিডিয়োয় পোস্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বোঝাতে চাইলেন, নরেন্দ্র মোদীর উদ্যোগে নতুন গতি পাওয়া ডিজিটাল ভারতের অগ্রগতি নিয়ে কতটা খুশি আন্তর্জাতিক মহল। প্রসঙ্গত, গত মাসে ভারতে ইউপিআইয়ের মাধ্যমে রেকর্ড টাকার লেনদেন হয়।
দেখুন ভিডিয়ো
Nimbu Pani via UPI 🍋📲
Australia's Deputy PM @RichardMarlesMP takes a sip of India's incredible digital innovation. pic.twitter.com/bBL4itrbl0
— Smriti Z Irani (@smritiirani) November 20, 2023
ভারত সফরে এসে বিশ্বকাপের ফাইনাল দেখছেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লস। আমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অজি অধিনায়ক প্য়াট কামিন্সের হাতে বিশ্বকাপের ট্রফিও তুলে দিয়েছেন মার্লস।
আজ, সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন অজি উপমুখ্যমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লস।