অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি-র (Asaduddin Owaisi) দিল্লির বাড়িতে ফের হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার পার্লামেন্ট স্ট্রিট থানায় তাঁর অভিযোগে হায়দরাবাদের সাংসদ বলেছেন যে অশোকা রোডে তাঁর বাসভবনে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি পাথর ছুঁড়েছে, যার ফলে তার জানালার ক্ষতি হয়েছে।২০১৪ সালের পর চারবার হামলার ঘটনা ঘটল ওয়াইসির দিল্লির বাসভবনে।
পার্লামেন্ট স্ট্রিটের মতো নিরাপত্তা বলয়ে মুড়ে থাকা এলাকায় হানা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াইসি। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের পর দিল্লি পুলিশের অতিরিক্ত ডিএসপি নেতৃত্বে একটি দল ওয়াইসির বাসভবনে যায়। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে দলটি। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
Delhi | Residence of AIMIM chief Asaduddin Owaisi, at Ashoka road, was allegedly attacked by some unknown persons. A complaint was filed by Asaduddin Owaisi in this regard. Addl DCP visited his residence, police collecting the evidence. pic.twitter.com/82hKfxF6hI
— ANI (@ANI) February 19, 2023
ওয়াইসি একটি ট্যুইটে বলেছেন ‘আমার দিল্লির বাসভবনে আবারও হামলা হয়েছে। ২০১৪ সালের পর এটি চতুর্থ ঘটনা। আজ রাতে, আমি জয়পুর থেকে ফিরে এসেছিলাম এবং আমার গৃহকর্মী জানায় যে একদল দুষ্কৃতী পাথর ছুঁড়েছে যার ফলে জানালা ভেঙে গিয়েছে, ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে ধরতে হবে দিল্লি পুলিসকে’।
My Delhi residence has been attacked again. This is the fourth incident since 2014. Earlier tonight, I returned from Jaipur & was informed by my domestic help that a bunch of miscreants pelted stones that resulted in broken windows. @DelhiPolice must catch them immediately pic.twitter.com/vOkHl8IcNH
— Asaduddin Owaisi (@asadowaisi) February 19, 2023
It’s concerning that this has happened in a so-called “high security” zone. I’ve submitted a complaint to the cops & they’ve reached my residence pic.twitter.com/8IO5IhqvmK
— Asaduddin Owaisi (@asadowaisi) February 19, 2023