Atishi (Photo Credit: ANI/X)

নয়াদিল্লিঃ দোরগোড়ায় দিল্লি বিধানসভা নির্বাচন(Delhi Assembly Election 2025)। আর এ বার নির্বাচনে জনগনের টাকাতেই লড়তে চায় আম আদমি পার্টি(Aam Admi Party)। রবিবার সাংবাদিক বৈঠক করে এমনই আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা(Chief Minister Atishi Marlena)। নির্বাচনের জন্য মোট ৪০ লক্ষ টাকা আর্থিক সাহায্য চেয়েছেন তিনি।

ভোটযুদ্ধে লড়াইয়ে আপাতত অতিশির ভরসা ক্রাউডফান্ডিং

ইতিমধ্যেই ক্রাউড ফান্ডিংয়ের জন্য অনলাইন লিঙ্ক তৈরি করে ফেলেছে আপ। এই লিঙ্কে ক্লিক করে আপকে আর্থিক সাহায্য করতে পারবেন সাধারণ মানুষ, এমনটাই জানিয়েছেন আপ নেত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিশি বলেন, "সাধারণ মানুষ আমাদের দলের প্রতি ভরসা রেখেছে। সেই আস্থা থেকেই নির্বাচনে আপকে অর্থনৈতিক সহযোগিতা করবে জনগণ। এখনও পর্যন্ত যা পেয়েছি তা জনগণকে ছাড়া অসম্ভভ ছিল। তাই আমি সাধারণ মানুষের উপর পূর্ণ আস্থা রাখছি।" এখানেও শেষ নয় অতিশি আরও যোগ করেন, "আম আদমি পার্টির ক্রাউড ফান্ডিং-এ আপনাদের অংশগ্রহণ একান্ত কাম্য। মানুষের কাছে এই অনলাইন লিঙ্ক ছড়িয়ে দিন যাতে আরও বেশি করে মানুষ এতে অংশগ্রহণ করতে পারে।" প্রসঙ্গত, এই প্রথম নয় আগেও একাধিক নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়েছে আপ, এমনটা নিজের মুখেই জানান মুখ্যমন্ত্রী।

জনগণের টাকায় নির্বাচনে লড়ার আর্জি আম আদমি পার্টির