Stan Swami Passes Away: কোরেগাঁও ভীমার অধিকার রক্ষার আন্দোলনকারী স্ট্যান স্বামী প্রয়াত
স্ট্যান স্বামী (Photo Credits: PTI)

মুম্বই, ৫ জুলাই: অধিকার রক্ষা আন্দোলনকারী স্ট্যান স্বামী প্রয়াত (Stan Swami)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মুম্বইয়ের হোলি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কোরেগাঁও ভীমা (Koregaon Bhima)  মামলায় গ্রেফতার হয়েছিলেন এবং জেলে থাকতেই দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ তাঁর প্রয়াণ হয়। জেলে বহুবার তিনি অসুস্থ হয়ে পড়েন। গত মে মাসে তাঁর করোনা ধরা পড়ে। এরপর গতকাল তাঁকে ভেন্টিলটর সাপোর্টে রাখা হয়। আজ, ৫ জুলাই, দুপুর দেড়টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ২০১৮-র ১ জানুয়ারি, কোরেগাঁও ভীমা আন্দোলন জাতীয় সংবাদমাধ্যমে হইচই ফেলে দেয়। জনজাতির অধিকার রক্ষার আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। কোরেগাঁও ভীমা জাতিগত আন্দোলনের জেরে ২০২০ সালে ৮ অক্টোবর এনআইএ গ্রেফতার করে স্ট্যান স্বামীকে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনে অভিযোগ আনা হয়। আরও পড়ুন, প্রাক্তন আইএএস কর্তার মেয়েকে ধর্মান্তরণের চেষ্টা, হাজতে মুসলিম যুবক

এরপর স্ট্যানের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। জেলে থাকাকালীন তাঁর স্বাস্থ্য আরও খারাপ হতে থাকে। করোনার পর তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়লে গত ২৮ মে আদালতের নির্দেশের ভিত্তিতে তাঁর চিকিৎসা শুরু হয়। চিকিৎসার পরেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

তাঁর প্রয়াণে গর্জে ওঠে বিরোধী দল কংগ্রেস, তৃণমূল। বিজেপিকে কটাক্ষ করে তারা জানান,"স্ট্যান স্বামীকে হত্যা করা হয়েছে।"