আত্তিলেলে: আতশবাজির দোকানে (Firecracker shop) ভয়াবহ অগ্নিকাণ্ডের (Massive fire) জেরে মৃত্যু (death) হল কমপক্ষে ১২ জন কর্মীর। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার রাতে ভয়ানক এই দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরু শহর জেলার (Bangalore city district) অন্তর্গত আনেকালে (Anekal)-এর কাছে অবস্থিত আত্তিবেলে এলাকায়। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন (Several fire tenders ) ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Karnataka: Fire broke out at a firecracker shop in Attibele. Several fire tenders were present at the spot. Further details awaited. pic.twitter.com/HcAzWItPVZ
— ANI (@ANI) October 7, 2023
গভীর শোকপ্রকাশ করে এই বিষয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, "বেঙ্গালুরু শহর জেলার (Bangalore city district) আনেকালের কাছে একটি আতশবাজির দোকানে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। এই খবর শুনে আমি গভীরভাবে শোকাহত (deeply saddened) হয়েছি। আমি আগামীকাল দুর্ঘটনাস্থল (accident site) পরিদর্শন (inspect) করব। নিহত শ্রমিকদের পরিবারের (deceased workers) প্রতি আমার সমবেদনা (condolences) জানাই।" আরও পড়ুন: Amit Shah In Dehradun: বিজেপির সোশ্যাল মিডিয়া মিটে যোগ দিলেন অমিত শাহ, দেরাদুনের ভিডিয়ো
I was deeply saddened to hear the news that 12 people died in the fire that broke out in a firecracker store near Anekal in the Bangalore city district. I am going to visit the accident site tomorrow and inspect it. My condolences to the family of the deceased workers: Karnataka… https://t.co/r3NYJZPZIn
— ANI (@ANI) October 7, 2023