গুজরাটে চলছে প্রথম দফার ভোট (Photo Credits:ANI)

লোকসভার সঙ্গে দেশের আরও চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তবে আরও একবার হতাশ হতে হল জম্মু-কাশ্মীরের মানুষদের। সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাওয়া ভূ স্বর্গে ঘোষণা করা হল না বিধানসভা নির্বাচন। ওডিশা, অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ ও সিকিমে হবে বিধানসভা নির্বাচন।

১৪৭ আসনের ওডিশা বিধানসভায় নির্বাচন হবে চার দফায়। নবীন পট্টনায়েকের রাজ্যে ১৩ মে প্রথম দফায় ভোট, আর শেষ দফা ১ জুন। লোকসভার সঙ্গে চার রাজ্যের বিধানসভা নির্বাচনেও ফল ঘোষণা ৪ জুন।

দেখুন খবরটি

ওডিশায় এবার নবীন পট্টনায়েকের বিজেডি-র সঙ্গে জোট গড়ে লড়তে চলেছে সেখানকার প্রধান বিরোধী দল বিজেপি। অন্ধ্রে ভোট হবে ১৩ মে। ক্ষমতাসীন জগনমোহন রেড্ডি-কে হারাতে অন্ধ্রে এবার বিজেপির হাত ধরেছেন প্রধান বিরোধী দল চন্দ্রবাবু নাইডু-র তেলগু দেশম পার্ট। উত্তর পূর্ব ভারতের দুই রাজ্য অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভায় ভোটগ্রহণ একই দিন-১৯ এপ্রিল।