গতকাল (১৭ অক্টোবর, ২০২৪) আগরতলা থেকে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস (12520, Agartala – Lokmanya Tilak Terminus Express) দুর্ঘটনার কবলে পড়ে। বিকালে ৩.৫৫ মিনিট নাগাদ হাফলংয়ের কাছে ট্রেনটির পাওয়ার কার, ইঞ্জিন-সহ ৮টি কামরা লাইনচ্যুত হয়।গতকালের পর আজ সকালেও পুনরুদ্ধারের কাজ চলছে।ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের বা বড় ধরনের আহত হওয়ার খবর পাওয়া যায়নি। লুমডিং - বরদারপুর হিল বিভাগে লুমডিং বিভাগের অধীনে দিবালং স্টেশনে ১২৫২০ আগরতলা – লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসলাইনচ্যুত হওয়ার কিছু পরেই সেখানে পৌঁছে যায় উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের আধিকারিকরা। লামডিং থেকে পৌঁছে যায় মেডিক্যাল টিম। এছাড়া সঙ্গে সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ওই ট্রেনে থাকা যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানো হয়েছে।উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। রেলের তরফ থেকে দুটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সেগুলি হল- ০৩৬৭৪ ২৬৩১২০, ০৩৬৭৪ ২৬৩১২৬।
#WATCH | Assam | Restoration work continues where 12520, Agartala – Lokmanya Tilak Terminus Express derailed at Dibalong station under Lumding division in the Lumding - Bardarpur Hill section at about 15:55 hrs, yesterday.
8 coaches including the power car and the Engine of the… pic.twitter.com/v87ynW79OU
— ANI (@ANI) October 18, 2024
বিগত কয়েক মাসে দেশের মধ্যে একাধিক ট্রেন দুর্ঘটনার খবরে আতঙ্ক বেড়েছে সাধারণ রেল যাত্রীদের। করমণ্ডলের মতো বড় দুর্ঘটনার আতঙ্ক তো আছেই, সাম্প্রতিক সময়ে দেখা গেছে রেললাইনের ওপর বিভিন্ন জিনিস রেখে দেওয়া হচ্ছে। তাতে আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যাচ্ছে। কয়েক সপ্তাহ আগেই দেশের একাধিক জায়গা থেকে রেললাইনের ওপর সিমেন্টের ব্লক, পাথর, বস্তা ফেলে রাখার মতো ঘটনা সামনে এসেছে। রেলের তরফে নানা পদক্ষেপ নেওয়া হলেও কোনও সুরাহা হয়নি। এমনকী এনআইএ-র সাহায্য নিয়েছে রেল, তাতেও বিশেষ কিছু পরিবর্তন দেখছেন না আমজনতা। বরং এই ধরনের দুর্ঘটনার খবরই বেশি শোনা যাচ্ছে।