Assam Floods. (Photo Credit: PTI)

গুয়াহাটি, ২১ জুলাই: আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে মৃত্যু হয়েছে ১১৬ টি প্রাণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার একথা জানালেন আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সোনওয়াল। বন্যার জেরে ২৪ লাখ মানুষ বিপর্যস্ত। ২৪টি জেলায় ১ লাখ ৯ হাজার হেক্টর জমি ক্ষয়ক্ষতির সম্মুখীন।

আসাম সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে ২৭৬ টি ত্রাণ শিবির এবং ১৯২টি ত্রাণ বিতরণ কেন্দ্র রয়েছে। গত সোমবার ২৭ টি জেলায় ৭০ লাখ মানুষ বিপর্যস্ত। সরকারের তরফে গত সোমবার জানানো হয়েছিল, ২৭ টি জেলার ৭০ লাখ মানুষ বন্যায় বিপর্যস্ত হয়েছেন।

আসাম বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির জেরে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ২,২৫৪ টি গ্রাম জলের নীচে চলে গেছে। ধেমাজি, লক্ষ্মীপুর, মোরিগাঁও, নাগাঁ, গোলাঘাট, জোরহাট, মাজুলি, শিবসাগর, ডিব্রুগড়, তিনসুকিয়া এবং আরও একাধিক গ্রাম জলে ডুবে গিয়েছে।