Arvind Kejriwal (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২০ সেপ্টেম্বর: আবগারি দুর্নীতি কাণ্ডে জামিনের পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। কেজরিওয়ালের সাফ কথা, মানুষ তাঁকে দুর্নীতিহীন মনে করে ভোট দিলে তবেই তিনি ফের মুখ্যমন্ত্রী পদে বসবেন। দেশের শীর্ষ আদালত তাঁকে জামিন দেওয়ার পর, এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসছেন জনতার আদালতে (Janta Ki Adalat)। জামিনে মুক্ত কেজরিওয়াল জনসংযোগ, মানুষের পাশে থাকার কাজটা তিনি চালিয়ে যেতে চান। আর সেই লক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর, রবিবার দুপুর ১১টা থেকে দিল্লির যন্তরমন্তরে জনতার আদালতে আম জনতার কথা শুনবেন আম আদমি-র প্রধান। এমন কথা জানিয়েছেন আপ নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই। আম দমি পার্টির পক্ষ থেকে এই জনতার আদালত বসানো হচ্ছে।

জেল থেকে জামিনে বের হওয়ার পর কেজরিওয়াল এখনও সাংবাদিকদের সামনে মুখ খোলেননি। জেল থেকে ছাড়া পাওয়ার পর কেজরিওয়ালের প্রথম জনতার আদালতের-এর দিকে তাকিয়ে দিল্লিবাসী।

দেখুন রবিবার যন্তর মন্তরে কেজরিওয়ালের জনতার দরবার

দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে কেজরিওয়াল দিল্লিবাসীর অভাব-অভিযোগ, কথা শোনার জন্য 'জনতার দরবার' নামের এক কর্মসূচি রাখেন। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে পারেন দিল্লিবাসী। এখন কেজরিওয়ালের পরিবর্তে দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসেছেন অতিশী। আগামী চরের শেষেই দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে সরাসরি গদিতে না থেকে কীভাবে মানুষের মন জয় করতে পারেন কেজরিওয়াল সেটাই দেখার।