Arvind Kejriwal, Narenfdra Modi (Photo Credit: Instagram)

Arvind Kejriwal on Sonam Wangchuk Arrest: লাদাখে (Ladakh) বিক্ষোভ, অশান্তিতে মদতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সমাজকর্মী সোনম ওয়াংচুক-কে। রাজকুমার হিরানির মেগাহিট সিনেমা 'থ্রি ইডিয়টস'-এ আমির খান অভিনীত ব়্যাঞ্চোর বাস্তব চরিত্র সোনমের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। যা নিয়ে গোটা দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। লাদাখে ব্যাপক অশান্তি, কার্যত গণবিক্ষোভের পর সোনম ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন দেশের বিরোধী নেতারা। থ্রি ইডিয়টসের ব়্যাঞ্চোর গ্রেফতারির বিরুদ্ধে সবচেয়ে কড়া ভাষা শোনা গেল আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গলায়। এক্স প্ল্য়াটফর্মে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল লিখলেন, "দেশে একনায়কত্ব তুঙ্গে উঠেছে। একনায়কত্বতন্ত্র এবং ঔদ্ধত্বকারীদের শেষটা খুব খারাপ হয়।" সঙ্গে কেজরিওয়ালের ইঙ্গিতপূর্ণ বক্তব্য,"রাবণেরও শেষ হয়েছিল। কংসের যুগেরও অবসান হয়েছিল। হিটলার আর মুসোলিনিরও শেষ হয়েছিল। আর এখন এইসব মানুষদের সবাই ঘৃণা করে।"

দেখুন সোনমের গ্রেফতারি নিয়ে কী লিখলেন কেজরিওয়াল

সোনমের গ্রেফতারি নিয়ে লাদাখে ক্ষোভ বাড়ছে

এদিকে, সোনম ওয়াংচুকের গ্রেফতারির প্রতিবাদে লাদাখে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিল্লিতেও অবস্থান বিক্ষোভের পরিকল্পনা করছেন সোনমের অনুগামীরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক সরকারি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, বহু রাজনৈতিক নেতা সোনমকে অনশন ভাঙার অনুরোধ করলেও তিনি তা মানেননি। অভিযোগ করা হয়, তিনি আরব বসন্তের আদলে আন্দোলনকারীদের উস্কানি দিয়েছেন এবং নেপালের জেন-জি আন্দোলনের উদাহরণ টেনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

সোনম লাদাখের হিংসায় উস্কানি দিয়েছেন, অভিযোগ অমিত শাহ-র মন্ত্রকের

স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, সোনমের বক্তব্যে প্রভাবিত হয়ে কিছু মানুষ অনশনস্থল ছেড়ে হিংসাত্মক বিক্ষোভে অংশ নেয়। এর জেরে এক রাজনৈতিক দলের দফতর ও লেহ-র সরকারি অফিসে হামলার ঘটনাও ঘটে। মন্ত্রকের দাবি, সোনমের উসকানিমূলক মন্তব্যই পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। উল্লেখযোগ্য, সোনমের শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানের বিদেশি অনুদান গ্রহণের অনুমোদন ইতিমধ্যেই বাতিল করেছে কেন্দ্রীয় সরকার।