বেহাল অবস্থায় ভারতীয় অর্থনীতি। টাকার দাম দিনকে দিন পড়ছে। অর্থনীতিবিদরা ভেবে চলেছেন কি ভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। এই অবস্থায় ভারতীয় মুদ্রার হাল ফেরাতে এক অদ্ভুত সমাধান দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তিনি বললেন - আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব। টাকার একদিকে যেমন গান্ধীজির ছবি আছে তাঁকে অবিকৃত রেখে আরেকদিকে লক্ষ্মী ও গণেশের ছবি ব্যবহার করতে।লক্ষ্মী সমৃদ্ধির দেবী আর গণেশ বিঘ্নহর্তা। তাই তাদের আশীর্বাদে আগামীতে ভারতের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে।

অর্থনীতি নিয়ে অন্য পরিকল্পনা গ্রহণ করলেও এই নিয়ে ভাবনা চিন্তা করা  উচিত বলে তিনি মনে করেন।  এই প্রসঙ্গে  তিনি আরো বলেন যে ইন্দোনেশিয়া মুসলিম প্রধানরাষ্ট্র , সেখানে ৮৫ % মুসলিম জনগণ, তা স্বত্তেও তাদের ২০০০০ টাকার নোটে গণেশের ছবি আছে। তিনি বলেন এই ছবির জন্য নোট বাতিলের কোন দরকার নেই। নতুন যে নোট ছাপানো হবে তাতেই এই ছবি ব্যবহার করা হোক।

এর আগেও বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ সুব্রহ্মমণিয়ম স্বামী দাবি করেছিলেন,ভারতীয় নোটের উপরে মহাত্মা গান্ধীর বদলে দেবী লক্ষ্মীর ছবি ছাপলেই ভারতীয় মুদ্রার সুদিন ফিরবে। তখন এই নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। এখন দেখা যাক অরবিন্দ কেজরীওয়ালের বক্তব্য কেন্দ্র নজরে রাখে কিনা।