নয়া দিল্লি, ৯ অগাস্ট: দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি (Arun Jaitley )-কে অসুস্থতার কারণে AIIMS-এ ভর্তি করা হল। শুক্রবার সকাল ১১টায় এইমসে ভর্তি করা হয় জেটলিকে। তাঁকে কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে রাখা হয়েছে বলে খবর। অসুস্থ অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ বিশিষ্টরা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, লোকসভার স্পিকার ওম বিড়লা-ও অসুস্থ অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ গিয়েছেন। কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে চিকিত্সাধীন প্রাক্তন অর্থমন্ত্রী। তাঁর চিকিতসার দায়িত্বে রয়েছে ডাক্তারদের বিশেষ একটি দল।
IMP BUZZ-Delhi-ex FM Arun Jaitley admitted to AIIMS. PM Modi & HM Amit Shah,FM Nirmala arrives at AIIMS
Hospital sources says that he is doing fine@BJP4India @Newsbuzz_ pic.twitter.com/NhEL0aYnQc
— Amresh Srivastava (@amreshsrivastav) August 9, 2019
গতবছর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল অরুণ জেটলি। বেশ কয়েকমাস ধরেই তাঁর শরীরটা বিশেষ ভাল যাচ্ছিল না। মোদি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভায় তাঁকে সামিল না করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন অরুণ জেটলি। আসলে তাঁর শরীরটা একেবারই সঙ্গ দিচ্ছে না কয়েক মাস ধরে। অর্থমন্ত্রকে তাঁর কার্যকালে জিএসটি ও নোটবন্দির মতো বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিজেপি সূত্রে খবর, দ্রুত সুস্থ হয়ে উঠছেন অরুণ জেটলি।