নয়া দিল্লি, ২৫ আগস্ট: Arun Jaitley Cremated at Nigambodh Ghat: রাষ্ট্রীয় সম্মানের সহিত সম্পন্ন হল অরুণ জেটলির শেষকৃত্য। প্রসঙ্গত, বিজেপির সদর দফতর দিল্লির পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ (Pandit Dinadayal Upadhyay Marg) থেকে অরুণ জেটলির (Arun Jaitley) মরদেহ নিয়ে অন্তিম যাত্রার শুরু হয়। বিজেপির কর্মী, নেতা, মন্ত্রীরা মরদেহ নিয়ে দিল্লির নিগমবোধ ঘাটে (Nigambodh Ghat) পৌঁছন। শুরু হয় অন্ত্যেষ্টির প্রক্রিয়া। এর আগে সকাল ১১ টা থেকে তাঁর দেহ শায়িত ছিল বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে। আজ সকালেই তাঁর বাড়ির থেকে দেহ নিয়ে আসা হয় বিজেপির সদর দফতরে। সেখানে প্রয়াত অরুণ জেটলিকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন বহু বিজেপি নেতা, মন্ত্রী ও সাধারণ মানুষেরা।
Delhi: Vice-President M Venkaiah Naidu, Defence Minister Rajnath Singh and Union Home Minister Amit Shah, at Nigambodh Ghat. #ArunJaitleypic.twitter.com/uaFwJYyVyX
— ANI (@ANI) August 25, 2019
Delhi: Mortal remains of Former Union Minister and BJP leader #ArunJaitley to be cremated with full state honours at Nigambodh Ghat. pic.twitter.com/dC8FuSZiVj
— ANI (@ANI) August 25, 2019
Delhi: Mortal remains of former Union Minister and BJP leader #ArunJaitley being taken to Nigambodh Ghat where the cremation will take place. pic.twitter.com/w9XFaC1dWt
— ANI (@ANI) August 25, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে থাকায় তিনি আজ অনুপস্থিত। গতকাল জেটলির বাড়ি গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন কংগ্রেসের মতিলাল বোরা (Matilal Vora), এনসিপির শরদ পাওয়ার (Sharad Pawar), আরজেডির অজিত সিং (Ajit Singh), টিডিপির চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) ও প্রফুল্ল প্যাটেল (Prafulla Patel)। আজ সকালে রাহুল গান্ধী ও অন্যান্য নেতামন্ত্রীরা তাঁর বাড়িতে এসে পরিবারের সাথে দেখা করে যান। হালকা বৃষ্টির মধ্যে চলল তাঁর অন্ত্যেষ্টি অনুষ্ঠান প্রক্রিয়া।