পহেলগাম হামলার পর পাকিস্তানকে মক্ষোম জবাব দেওয়ার জন্য লঞ্চ করা হয়েছিল অপারেশন সিঁদুর (Operation Sindoor)। এই অভিযানে পাকিস্তান হাড়ে হাড়ে টের পেয়েছিল ভারত কতটা শক্তিশালী। পাকিস্তানের একাধিক সেনাঘাঁটি, বিমানঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। যদিও পাক সরকারের দাবি, এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। ভারত মিথ্যা দাবি করছে। যদিও এই পাল্টা দাবির সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি পাকিস্তান। অন্যদিকে, ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের কয়েকদিনের মধ্যেই স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছিল।
অপারেশন সিঁদুর ২.০ নিয়ে বার্তা উপেন্দ্র দ্বিবেদীর
এদিকে ভারতীয় সেনার (Indian Army) পক্ষ থেকে আবারও পাকিস্তানে অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাজস্থানের অনুপ্রাগের আর্মি ক্যাম্পে এসেছিলেন সেনার চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমার এখানে আসার মূল কারণ যদি এবার অপারেশন সিঁদুর ২.০ সংঘটিত হয়, তাহলে আমাদের সেনারা তাঁর জন্য প্রস্তুত কিনা, সেটা দেখার জন্য। আর আমি সম্পূর্ণরূপে নিশ্চিত যে আমাদের সেনারা একেবারে প্রস্তুত রয়েছে। আমরা যখনই সুযোগ পাব, তখনই অভিযান চালিয়ে দেব।
দেখুন উপেন্দ্র দ্বিবেদীর মন্তব্য
#WATCH | Anupgarh, Rajasthan: Army Chief General Upendra Dwivedi says, "The motive behind my visit here was to see our preparedness if Operation Sindoor 2.0 takes place...I am confident that if we get the chance, we are fully prepared...Whenever we get an opportunity, you would… pic.twitter.com/PT8jToK7Gi
— ANI (@ANI) October 3, 2025
অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য উপেন্দ্র দ্বিবেদীর
উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন, আমি যতদিন বেঁচে থাকব অপারেশন সিঁদুরের কথা মনে থাকবে। এটা আমার কাছে এমন একটা অভিযান ছিল, যা কখনই ভুলতে পারব না। এই অভিযান দেশের নারীদের কাছে সম্মানের। তাঁরা যখনই মাথায় সিঁদুর দেবেন তখনই ভারতীয় সেনার এই অভিযানের কথা মনে পড়বে।