তৎকালীন মুখ্যমন্ত্রীকে শীলা দীক্ষিতকে নিউ দিল্লি আসে হারিয়েই অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ধুমকেতুর গতিতে ওঠা রাজনৈতিক কেরিয়ারের শুরু হয়েছিল। ২০১৩ বিধানসভা ভোটে নিউ দিল্লি আসনে সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত (Sheila Dikshit)-কে ধরাশায়ী করেন আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল (Kejriwal)। এরপর কেটে গিয়েছে ১১টা বছর। দেশ, দিল্লির রাজনীতিতে দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। প্রায় ১০ বছর ধরে দিল্লির সিংহাসনে কেজরিওয়াল। এবার সেই কেজরিওয়ালের নিউ দিল্লি আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত (Sandeep Dikshit)-কে। যদিও এখনও আপ সরকারীভাবে কেজরিওয়ালের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেনি। মণীশ সিসোদিয়ার মত কেজরিওয়াল আসন বদলাবেন কি না সেটা দেখার। বিজেপি এখনও দিল্লিতে প্রার্থী ঘোষণা করেনি।
১২ বছরের মধ্যে এক সময় শীলা দীক্ষিতের গড় নিউ দিল্লি বিধানসভা আসনে কংগ্রেসের ভোট কমেছে ৪৮ শতাংশ। গত দুটি বিধানসভা ভোটে এই আসনে কংগ্রেস প্রার্থীদের জামানত জব্দ হয়েছে।
কেজরিওয়ালের গড়ে প্রার্থী হয়ে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বললেন, "মুখ্যমন্ত্রী কেন্দ্রে প্রার্থী হওয়া সব সময়ই চ্যালেঞ্জের। দশ বছর আগে নতুন পার্টি হিসেবে, নতুন ধরনের রাজনীতি করার দাবি জানানো কেজরিওয়ালকে সমর্থন করেছিল দিল্লিবাসী। কিন্তু আমরা সেদিনও বলেছিলাম, এখনও বলেছি, কংগ্রেসকে একটা মিথ্যা আবহ তৈরি করে হারানো হয়েছিল। ১০ বছর ধরে বারবার প্রমাণ হয়েছে একটা নতুন রাজনৈতিক দল যারা বারবার মিথ্যা দাবি করে ক্ষমতায় টিকে আছে। এই দলটার সঙ্গে আসল কাজ, স্বচ্ছ রাজনীতি, ভাল আচরণের কোনও সম্পর্ক নেই। এটাও প্রমাণ হয়েছে সেই দলটা একটা উন্নত রাজ্যের ক্ষমতায় এসে ৭-১০ বছরে সেটা একেবারে নষ্ট করে দিয়েছে। আমাদের লড়াই হবে দিল্লিকে আগের মত সুন্দর রাজ্য বানানো এবং এমন একটা সরকারকে ক্ষমতায় আনা যারা মানুষের প্রকৃত উন্নয়ন করবে।"
দেখুন কী বলছেন সন্দীপ দীক্ষিত
VIDEO | ", however, whether he (Arvind Kejriwal) will contest or not it is up to the AAP to decide. Ten years ago, people of Delhi decided to give an opportunity to a new party and new kind of politics. We had… pic.twitter.com/H3JB1eZnXt
— Press Trust of India (@PTI_News) December 13, 2024
পাঁচ বছর আগে প্রয়াত হন শীলা দীক্ষিত। এই পাঁচ বছরে দিল্লিতে কংগ্রেসের শক্তি একেবারে দুর্বল হয়ে গিয়েছে। গত দুটি বিধানসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেস একটা আসনও জিততে পারেনি। অথচ ১৫ বছর ধরে দিল্লিতে কংগ্রেসের শীলা দীক্ষিতের সরকার ছিল। তবে দিল্লি কংগ্রেসের কাছে একটা ভাল খবর হল, গত দুটি লোকসভায় রাজধানীতে কোনও আসন না পেলেও, আপের থেকে ভাল ফল করেছে তারা। তবে বিধানসভা ভোটে কেজরিওয়ালের ব্যক্তিগত ক্যারিশ্মার কাছে ধাক্কা খাচ্ছে কংগ্রেস। সন্দীপ দীক্ষিত সেটাকে এবার টেক্কা দিতে পারেন কি না সেটাই দেখার।
গত তিনটি বিধানসভা ভোটে নিউ দিল্লি বিধানসভার ফল
২০১৩
অরবিন্দ কেজরিওয়াল (আপ): ৪৪,২৬৯
শীলা দীক্ষিত (কংগ্রেস): ১৮,৪০৫
(বিজেপি): ১৭,৯৫২
২০১৫
অরবিন্দ কেজরিওয়াল (আপ): ৫৭,২১৩
নুপুর শর্মা (বিজেপি): ২৫,৬৩০
কিরন ওয়ালা: ৪,৭৮১
২০২০
অরবিন্দ কেজরিওয়াল (আপ): ৫৭,২১৩
সুনীল যাদব (বিজেপি): ২৫,০৬১
রমেশ সওয়ারওয়াল: ৩,২২০