Anurag Thakur (Photo Credit: ANI/Twitter)

মণিপুরে হওয়ার মহিলাদের ওপর হিংসার ঘটনায় বিরোধীরা নিন্দা জানানো থেকে শুরু করে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেও এবার বিহারের মুখ্য়মন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)  এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Asooke Gehlot) বিরুদ্ধে তোপ দাগলেন অনুরাগ ঠাকুর।

সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানান, দেশের বেশ কিছু রাজ্যে মহিলাদের ওপর আক্রমনের ঘটনা বেড়ে চলেছে এবং এই সমস্ত রাজ্যগুলিতে কোনরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বেগুসরাইতে কি হয়েছে সেটা আমাদের সবার চোখের সামনে।কিন্তু মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই বিষয় নিয়ে একটিও কথা বলেননি।মহিলাদের ওপর হিংসার ঘটনায় রাজস্থান এখন ১ নাম্বার রাজ্য।মোট ১.০৯ লক্ষ ঘটনা মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা এই রাজ্য ঘটে এবং গত ৪ বছরে ২২ শতাংশ ধর্ষণের ঘটনা শুধু রাজস্থা থেকেই হয়েছে বলে জানান তিনি।

দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া বাদ দিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলট তার ক্যাবিনেটের মন্ত্রী রাজেন্দ্র গৌড়াকেই সরিয়ে দিয়েছিলেন এর বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য।

মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে বিধেছিলেন অশোক গেহলট। এছাড়া মণিপুরে হওয়া হিংসার প্রশ্ন তুলে ব্যবস্থা নেওয়ারও আর্জি জানান তিনি। তাই এরই পাল্টা হিসেবে রাজস্থানের মুখ্যমন্ত্রীকেও প্রশ্ন করতে ছাড়লেন না অনুরাগ ঠাকুর।