Anju-Nasrulla Case: পাকিস্তান থেকে স্ত্রীকে ফেরতের আর্জি অঞ্জুর স্বামী অরবিন্দের
Anju-Nasrulla Case (Photo Credit: File Photo)

জয়পুর, ২৫ জুলাই: রাজস্থান (Rajasthan) থেকে পাকিস্তানে (Pakistan)  বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়া গৃহবধূ অঞ্জু রাফায়েলকে নিয়ে শোরগোল শুরু হয়েছে। অঞ্জু রাফায়েল (Anju Rafael) মানসিকভাবে সুস্থ নন বলে তাঁর বাবা গয়া প্রসাদ দাবি করেন।মেয়ে পাকিস্তানে পাড়ি দিতেই গয়া প্রসাদের গলায় যখন অন্য সুর শোনা যায়, তখনও স্ত্রীকে ফিরে পেতে কার্যত দৃঢ় প্রতিজ্ঞ অঞ্জুর স্বামী। অঞ্জু রাফায়েলের স্বামী অরবিন্দ জানান, জয়পুরে বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে তাঁর স্ত্রী আলওয়ারের ফ্ল্যাট ছাড়েন। জয়পুর থেকে সোমবার তিনি আলওয়ারে ফেরৎ আসবেন বলে জানান।

এরপর সংবাদমাধ্যমের তরফে যখন জানতে পারেন, তাঁর স্ত্রী জয়পুরে নয়, সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন, তখন ভেঙে পড়েন অরবিন্দ। স্ত্রীর বিরুদ্ধে তিনি থানায় কোনও অভিযোগ দায়ের করেননি বলে জানান অরবিন্দ। এমনকী, সমস্ত নথি সহ যাতে অঞ্জুকে ভারতে ফেরৎ আনা যায়, সরকারের কাছে সেই আর্জি জানান অরবিন্দ। শুধু তাই নয়, অঞ্জু ফেরৎ এলে, তাঁর সন্তানরা ঠিক করবে, তারা মায়ের সঙ্গে থাকতে চায় কি না। এমনও জানান অঞ্জু রাফায়েলের স্বামী।