১৫ বছরের নাবালিকাকে ধর্ষনের অভিযোগ উঠল স্বঘোষিত এক ধর্ম গুরুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। দীর্ঘ ২ বছর ধরে নাবালিকাকে ধর্যণ করা হয় মেয়েটিকে। এমনকি তাকে চেন দিয়ে বেঁধে রাখার অভিযোগও তুলেছে ওই নাবালিকা।
অত্যাচার সহ্য করতে না পেরে আশ্রম থেকে লুকিয়ে পালিয়ে আসে মেয়েটি।ট্রেনে চড়ার পর এক মহিলাকে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায় মেয়েটি। ওই মহিলার সহযোগীতায় একটি হস্টেলে তাকে পাঠানো হলে পুলিশের থেকে চিঠি নিয়ে আসতে বলে কর্তৃপক্ষ। পুলিশের কাছ থেকে চিঠি নেওয়ার পর চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে ওই নাবালিকা। সেখানকার কর্তৃপক্ষ তাকে দিশা পুলিশ স্টেশনে গিয়ে এই বিষয়ে অভয়োগ দায়ের করতে বলেন। সেই মতে পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করে মেয়েটি।
সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই স্বঘোষিত ধার্মিক গুরুকে।মেয়েটিকে শারিরীক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।
Andhra Pradesh Shocker: Godman Arrested for Sexually Assaulting, Torturing 15-Year-Old Girl for Two Years at Ashram in Vizag #AndhraPradesh #Vizag #CrimeNews https://t.co/ogSjDFYlbl
— LatestLY (@latestly) June 20, 2023