দিল্লি, ২ জুলাই: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মুখ্যমন্ত্রী হিসেবে সবে সবে শপথ নিয়েছেন চন্দ্রবাবু নায়ডু। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের পর এবং হঠাৎ করই রেভান্ত রেড্ডিকে আমন্ত্রণ জানান বিজেপির জোটসঙ্গী। তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিকে নিজে থেকেই আমন্ত্রণ জানান চন্দ্রবাবু। ফলে এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তবে চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu ) তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে যে চিঠি পাঠিয়েছেন, সেখানে দুই রাজ্যের একটি প্রকল্প নিয়ে তাঁদের মাঝে আলোচনা হতে পারে বলে খবর।
তবে শপথের পরপরই তেলাঙ্গানার (Telangana) কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে এনডিএ (NDA) শরিক তথা টিডিপি প্রধানের এই আলোচনা নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলা হয়নি অন্ধ্র সরকারের তরফে। তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিকেও এ বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।