
আহমেদাবাদে বিমান দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ। এরমধ্যেই পঞ্জাবের পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) চপারে দেখা গেল যান্ত্রিক গোলোযোগ। মাঝ আকাশে সমস্যা হতেই এম১৭ সিরিজের অ্যাপাচে চপারটি তড়িঘড়ি একটি ফাঁকা মাঠে জরুরি অবতরণ করামো হল। ফলে এই যাত্রায় পাইলটের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ক্ষয়ক্ষতির কোনও ঘটনাই ঘটেনি। এমনকী পাইলটও সুরক্ষিত রয়েছেন। তবে কী সমস্যা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।
ক্ষয়ক্ষতির কোনও খবর নেই
জানা যাচ্ছে, এদিন সকালে পাঠানকোট এয়ার ফোর্স স্টেশন থেকে রওনা দিয়েছিল এই অ্যা্পাচেো কপ্টারটি। কিছুদুর যেতেই আচমকা যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তখনই চপারটি একটি ফাঁকা মাঠে নামানো হয়। যদিও হঠাৎ করে এই কপ্টারটি নেমে পড়ায় গ্রামবাসীরা ভিড় জমায় ওই এলাকায়। তবে সুরক্ষাকর্মীরা এসে তাঁদের সরিয়ে দেয়।
জরুরি অবতরণের ঘটনা আগেও ঘটেছে
যদিও কী সমস্যা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। বয়ুসেনার পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও উত্তরপ্রদেশের সাহরানপুরে জরুরি অবতরণ করতে হয়েছিল। এপ্রিল মাসে গুজরাটের জামনগরেও জরুরি অবতরণ করতে হয়েছিল ভারতীয় বায়ুসেনার চপরকে।