Haryana Earthquake: ভূমিকম্পে কাঁপল হরিয়ানার রোহতক, কম্পনের মাত্রা ২.৮
ভূমিকম্প(Photo Credits: PTI)।

রোহতক, ২৪ জুন: এবার ভূমিকম্পে (Earthquake) কাঁপল হরিয়ানার রোহতক। বুধবার রোহতকে হালকা ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৮ বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তারা জানিয়েছে, দুপুর ১২ টা ৫৮ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল জানে ৫ কিমি গভীরতায়। ভূমিকম্পের কারণে প্রাণহানির বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে ১৯ জুন, ভোর সাড়ে পাঁচটা নাগাদ হরিয়ানার বিভিন্ন অঞ্চলে ২.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। শুধু হরিয়ানা নয়, ১২ এপ্রিল থেকে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ১৮টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে ৮টি হয়েছে রোহতকে। আরও পড়ুন: Victory Parade in Moscow: রাশিয়ার ভিকট্রি ডে প্যারেডে অংশ নিল ভারতীয় সেনার তিন বাহিনী: ভিডিয়ো

ইন্ডিয়ান প্লেটের উত্তরমুখী চলাচলের ফলে কিছুটা স্ট্রেন শক্তি জমেছে। আর সেই কারণে দিল্লি-এনসিআরে গত ২ মাসে ভূমিকম্প হচ্ছে। যদিও এই কম্পনগুলি কোনও বড় ঘটনার ইঙ্গিত দেয় না। তবে এই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।