Union Home Minister Amit Shah (Photo Credits: PTI)

মুম্বই. ৮ সেপ্টেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) মুম্বই সফরে (Mumbai Visit) নিরাপত্তা লঙ্ঘন (Security Lapse) হয়েছিল। মুম্বই পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, যে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তা বলে পরিচয় দিয়েছিল ও অমিত শাহের চারপাশে ঘোরাফেরা করেছিল। গতকাল অমিত শাহ তাঁর দু'দিনের মুম্বই সফর শেষ করে ফিরে গিয়েছেন। আর আজ ঘটনাটি আজ জানাজানি হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম হেমন্ত পাওয়ার (Hemant Pawar) ওরফে ধুলে। সে নিজেকে অন্ধ্রপ্রদেশের একজন সাংসদের ব্যক্তিগত সহকারী বলে পরিচয় দিয়েছিল। এছাড়াও তার কাছ ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের পরিচয়পত্র।

পুলিশ জানিয়েছে, হেমন্ত ওরফে ধুলেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরেও দেখা গিয়েছে। ওই ব্যক্তিকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। মুম্বই পুলিশ আরও জানিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের ভুয়ো পরিচয়পত্র গলায় ঝুলিয়ে হেমন্ত ঘণ্টার পর ঘণ্টা অমিত শাহের চারপাশে ঘোরাঘুরি করেছে। হেমন্তকে দেখে স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের সন্দেহ হওয়াতে তিনি মুম্বই পুলিশকে বিষয়টি সম্পর্কে অবহিত করেছিলেন। পুলিশ তখন হেমন্তকে জিজ্ঞাসাবাদ করে। আরও পড়ুন: Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রা হল বিজেপির নোংরা রাজনীতির বিরুদ্ধে যুদ্ধ, বললেন জয়রাম রমেশ

জিজ্ঞাসাবাদে আসল পরিচয় সামনে আসার পর পাওয়ারকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।