Union Home Minister Amit Shah | (Photo Credits: ANI/File)

নয়াদিল্লি, ১৩ মে: ‘Vocal For Local’। মঙ্গলবার নরেন্দ্র মোদির ভাষণে এটা ছিল অন্যতম একটি ট্যাগ লাইন। এবার সেই বার্তাটিই আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১ জুন থেকে দেশের সমস্ত আধাসামরিক বাহিনী (CAPF)-র ক্যান্টিনে পাওয়া যাবে ‘স্বদেশি’ পণ্য। সিএপিএফ ক্যান্টিনে এবার থেকে আর মিলবে না বিদেশি পণ্য। আরও পড়ুন: Narendra Modi On Lockdown 4.0: দেশজুড়ে জারি হবে লকডাউন ৪.০, কিন্তু কবে তা ধোঁয়াশাতেই; ২০ লাখ টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা প্রধানমন্ত্রীর 

বুধবার টুইট করে অমি শাহ বলেন, “দেশের কঠিন সময়ে স্থানীয় দোকানগুলিই আমাদের সাহায্য করেছে। আমাদের খাবার জুগিয়েছে। আমাদের উচিত সেই সমস্ত স্বদেশী জিনিসের ব্যবহার আরও বাড়ানো এবং বিশ্বের দরবারে সেই জিনিসগুলো তুলে ধরা।” অমিত শাহ আরও বলেন, শুধুমাত্র স্বদেশী জিনিসের ব্যবহার করলেই আগামী পাঁচ বছরের মধ্যে দেশ আত্মনির্ভর হতে পারবে।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, "গত চার মাস ধরে বিশ্ব জুড়ে চলছে করোনার প্রকোপ। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এমন সঙ্কট আমরা আগে দেখিনি। আমাদের বাঁচতেও হবে আবার এগিয়েও যেতে হবে। আমাদের সংকল্প দৃঢ় করতে হবে। আমরা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছি। আত্মনির্ভর ভারত- এটি সহজ ও মূল রাস্তা। করোনার আগে পর্যন্ত পিপিই কিট তৈরি হতো না, এন- ৯৫ মাস্ক কিছুই মাত্র তৈরি হতো। আজ ভারতে ২ লাখ পিপিই ও এন-৯৫ মাস্ক তৈরি করেছে। আত্মকেন্দ্রিক ব্যবস্থা নয়, ভারত আত্মনির্ভরশীলতায় বিশ্বাস করে।“