বিহারে (Bihar) ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় বাদ গিয়েছে আরজেডি বিধায়ক তেজস্বী যাদবের নাম। শনিবার সকাল থেকেই এই দাবি করে আস আরজেডি নেতৃত্ব। এমনকী দুপুরের দিকে সাংবাদিক বৈঠক করে অভিযোগে শিলমোহর বসিয়েছেন খোদ লালুপুত্র। বিহারে নির্বাচন হতে মেরেকেটে ২-৩ মাস বাকি। তার আগেই এই অভিযোগ তুলে খোদ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা। যদিও তেজস্বীর এই দাবি করার কিছুক্ষণের মধ্যেই তাঁর মিথ্যাচার ফাঁস করে দিল বিজেপি। তথ্যপ্রমাণ দিয়ে বুঝিয়ে দিলেন তাঁর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
তেজস্বীর অভিযোগ উড়িয়ে দিলেন অমিত মালব্য
শনিবার তেজস্বীর মিথ্যার হাঁড়ি হাটে ভেঙে দিলেন অমিত। তিনি ভোটার তালিকায় তেজস্বীর নাম রয়েছে, এমনই একটি ছবি শেয়ার করে সমাজমাধ্যমে লেখেন, ভুয়ো খবর থেকে সাবধান। তেজস্বী যাদবের দাবি যে বিশেষ নিবিড় সংশোধনীতে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ গিয়েছে, এই তথ্য মিথ্যা। ওনার নাম সিরিয়াল নম্বর ৪১৬-এ রয়েছে। কোনও ভুয়ো তথ্য রটানোর আগে দয়া করে যাচাই করে নেবেন এবং ভোটারদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করবেন না।
দেখুন পোস্ট
BJP leader Amit Malviya tweets, "Fake News Alert. Tejashwi Yadav’s claim that his name is missing from the electoral roll post Special Intensive Revision is false. His name appears at Serial Number 416. Please verify facts before amplifying misinformation. Deliberate attempts to… pic.twitter.com/Ku6AsLrrEz
— IANS (@ians_india) August 2, 2025
এই ইস্যুতে আপাতত নীরব রয়েছে নির্বাচন কমিশন
যদিও তেজস্বী যাদবের দাবি বা অমিত মালব্যের পাল্টা দাবি যাচাই করে দেখেনি লেটেস্টলি বাংলা কর্তৃপক্ষ। তবে ভোটের আগে নির্বাচন কমিশনের কতটা নির্ভুলভাবে কাজ করেছে সেই প্রশ্ন বিহারের ভোটারদের আবার উঠেছে। যদিও এই ইস্যুতে এখনও কমিশনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।