দিল্লি, ১৩ ডিসেম্বর: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াংয়ে ৯ ডিসেম্বর চিনা সেনা (Chinese Troops) এবং ভারতীয় সেনার (Indian Army) মুখোমুখি সংঘর্ষের জেরে উত্তাপ ছড়াতে শুরু করেছে। তাওয়াংয়ে দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষের জেরে যখন উত্তাপ ছড়াতে শুরু করে, সেই সময় ২০২১ সালের একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। যেখানে সীমান্ত দিয়ে চিনা সেনা ভারতে প্রবেশের চেষ্টা করে, সেই সময় পিএলএ-কে প্রতিরোধ করা হয়। ২০২১ সালে ভারতীয় সেনা যেভাবে পিএলএ-কে প্রতিরোধ করে, সেই পুরনো ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: Tawang Clash: 'জবাব দো মোদী', তাওয়াংয়ে চিনের আগ্রাসন নিয়ে তোপ কংগ্রেসের
Amid New Tension, 2021 Video Shows Indian Soldiers Repelling China Troops https://t.co/U3e4oGsOsH pic.twitter.com/Dijgu1Gd6q
— NDTV (@ndtv) December 14, 2022
৯ ডিসেম্বরের ঘটনার পর ভারত এবং চিনা সেনার যে ভিডিয়ো ভাইরাল হয়, তা কোনওভাবেই এবারের নয় বলে সেনা সূত্রে মিলছে খবর। গত বছর অরুণাচল প্রদেশে চিনা সেনার সঙ্গে ভারতীয় বাহিনীর যে সংঘর্ষ হয়, এবারের সংঘর্ষের পর সেই পুরনো ভিডিয়ো ভাইরাল হয় বলে জানা যায়।