পুলিশ, কম্যান্ডো বাহিনী, এনআইএ, ক্রাইম ব্রাঞ্চ। দেশের সমস্ত তদন্তকারী সংস্থার অফিসাররা ঘিরে ফেলেছে বিয়ের মণ্ডপ। নজরদারির জন্য রয়েছে মেটার ডিটেক্টর, সিসিটিভি ক্যামেরা, ড্রোন ইত্যাদি। না, টাটা বা আম্বানীর মতো বিখ্যাত কোনও পরিবারের বিয়ে নয়। বরং দুই কুখ্যাত মানুষের বিয়ের জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লির মতিয়ালা এলাকা।

গ্যাংস্টার সন্দীপ ওরফে কালা জাঠেড়ির (Kala Jatheri) সঙ্গে আজ বিয়ে হতে চলেছে অনুরাধা চৌধুরি ওরফে ম্যাডাম মিঞ্জের (Madam Minz)। যদিও অনুরাধা এখন জামিন নিয়ে বাইরে রয়েছে, কিন্তু সন্দীপ জেলেই রয়েছেন। বিয়ের জন্য দিল্লি হাইকোর্টের নির্দেশে ৬ ঘন্টার প্যারোলে মুক্তি পাচ্ছে সে। আপাতত বিয়ের সাজে সেজে উঠেছে দ্বারকা সেক্টর ৩-এর সন্তোষ গার্ডেন।

তবে বিয়ের সময় গ্যাং ওয়ার অথবা কোনও রকমের ঝামেলা না হয় সেই বিষয়টি খতিয়ে দেখতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। পাশাপাশি, সন্দীপের আবার গা ঢাকা দেওয়ার রেকর্ডও রয়েছে, ফলে কোনও ভাবে যাবে দুই কুখ্যাত অপরাধী না পালাতে পারে সেই দিকেও নজর রাখা হয়েছেষ। বিয়েতে অতিথিদের পাস ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকী যাঁরা বিয়ের কাজ করছেন তাঁদের পরিচয়পত্র থাকছে পুলিশের কাছে।