জয়পুর, ২৯ জুলাই: রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করলেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র (Kalraj Mishra)। এদিন সংবাদ সংস্থা এএনআই-এর একটি টুইটে সেই খবর প্রকাশ পেয়েছে। রাজস্থানে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে বিদ্যুৎ গতিতে। এই মুহূর্তে সংক্রমণ রোখাই একমাত্র লক্ষ্য। তাই এবার আর রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে না। রাজ্যের করোনা পরিস্থিতিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যপালের অফিসের তরফে এক প্রেস বিবৃতিতে অনুষ্ঠান বাতিলের বিষয়টি জানানো হয়। এই প্রেস বিবৃতিত রাজ্যপালের উদ্ধৃতি, যখন গত ৩১ মার্চ বিধানসভার অধিবেশন স্থগিত হচ্ছে তখন রাজ্য ২ জন কোভিড-১৯ রোগী ছিলেন। মহামারী করোনার ভয়াবহতা অনুমান করেই সেসময় বিধানসভার অধিবেশন স্থগিত করে দেওয়া হয়।
রাজ্যপাল কলরাজ মিশ্র বলেছিলেন, রাজ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সবদিক থেকে চেষ্টা করতে হবে। মঙ্গলবার সারা দিনে মরুরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭২ জন। সবমিলিয়ে সেখানে মোট কোভিড পজিটিভ ৩৮ হাজার ৬৩৬ জন। রাজস্থানে করোনায় মৃতের সংখ্যা ৬৪৪। সরকারি সূত্র বলছে, মঙ্গলবারে রাজস্থানে করোনার বলি ১১ জন। এঁদের মধ্যে তিনজন পালির বাসিন্দা। ভরতপুরে করোনায় মারা গিয়েছেন ২ জন। যোধপুরেও গতকাল করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় থাকা একজন আবার ভিনরাজ্যের বাসিন্দা। আরও পড়ুন-Rafale Landing In India: রাফালকে স্বাগত জানাতে আম্বালায় হোক সেলিব্রেসন, বললেন অনিল ভিজ
Rajasthan Governor Kalraj Mishra cancels Independence Day 'At Home' event, due to COVID19 situation in the state: Raj Bhavan
(file pic) pic.twitter.com/VfgTTKoBSM
— ANI (@ANI) July 29, 2020
মহামারী করোনায় রাজধানী জয়পুরেই সবথেকে বেশি মানুষের প্রাণ গিয়েছে। সেখানে এখনও পর্যন্ত মৃত ১৮৪ জন। ৮১ জন মৃতকে নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যোধপুর। ভরতপুরে ৫৩ জনের মৃত্যু হয়েছে। আজমেঢ়ে মারা গিয়েছে ৩৮ জন করোনা রোগী। বিকানেরে করোনায় মৃত ৩৪ জন। কোটাতেই মারণ রোগের বলি ৩৪। পালিতে ২৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নাগৌরে মারা গিয়েছেন ২৩ জন। ঢোলপুরে ১৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাজস্থানের স্বাস্থ্য মন্ত্রী রঘু শর্মা জানিয়েছেন, চিকিৎসার পর ৭১ শতাংশেরও বেশি করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। সেকারণেই রাজ্যে করোনায় মৃতের হার ১.৬৮ শতাংশ।