অনিল ভিজ (Photo Credits :ANI)

হরিয়ানা, ২৯ জুলাই: যুদ্ধবিমান রাফালের আগমনের অপেক্ষায় আগ্রহভরে অপেক্ষা করছে গোটা দেশ। আজ একটি ঐতিহাসিক দিন। এই দিনেই আম্বালা বায়ুসেনা বেসে অবতরণ করে পাঁচটি রাফাল যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হবে। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রী অনিল ভিজ (Haryana health Minister Anil Vij) বলেন, “রাফাল যুদ্ধবিমানের আগমনের অপেক্ষায় রয়েছে আম্বালার মানুষ। কোভিড রোগী ছাড়া এখানকার বাসিন্দারা আজ পাঁচটি রাফাল যুদ্ধবিমানকে স্বাগত জানাতে উদযাপনে মাততে পারেন।” এদিকে দিল্লির মৌসম ভবন জানিয়েছে আজ আম্বালার আকাশ থাকবে মেঘে ঢাকা। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যদি আবহাওয়া বাদ সাধে তাহলে আম্বালার বদলে রাফালের অবতরণের জন্য দ্বিতীয় অপশন হিসেবে তৈরি আছে যোধপুর বায়ুসেনা বেস। আরও পড়ুন-COVID-19 Cases In India: একদিনে সংক্রামিত ৪৮ হাজার ৫১৩ জন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৫ লাখ

ফ্রান্সের এয়ারবেসের ট্যাংকার থেকে মাঝা আকাশেই জ্বালানি ভরছে পাঁচটি রাফাল। ইতিমধ্যেই টুইটারে সেই দর্শনীয় ছবি শেয়ার করেছে ভারতীয় দূতাবাস। ৩০ হাজার ফুট উচ্চতায় লেন্সবন্দি হয়েছে পাঁচ রাফাল। এদিকে রাফাল যুদ্ধবিমানের অবতরণকে কেন্দ্র করে আম্বালা বায়ুসেনা বেস লাগোয়া চারটি গ্রামে ১৪৪ ধারা জারি হয়েছে। রাফালের অবতরণের সময় ছাদে ভিড় করা বা ছবি তোলা কঠোর ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।