COVID-19 Cases In India: একদিনে সংক্রামিত ৪৮ হাজার ৫১৩ জন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৫ লাখ
করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৯ জুলাই: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত (COVID-19 Cases In India) হয়েছেন ৪৮ হাজার ৫১৩ জন। সবমিলিয়ে বুধবার ১৫ লাখের কোটা টপকে গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দেশে এখন করোনা আক্রান্তের মোট পরিসংখ্যান ১৫ লক্ষ ৩১ হাজার ৬৭০। মঙ্গলবার সকাল থেকে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭৬৮ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত মহামারী করোনায় ভারতে প্রাণ গিয়েছে ৩৪ হাজার ১৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ১৭৫ জন। তথ্য বলছে ভারতে মারণ ভাইরাসকে রুখে সুস্থতার হার লক্ষ্যণীয়। এখনও পর্যন্ত ৯ লক্ষ ৮৮ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

সুস্থদের মধ্যে এতজন বিদেশি হওয়ায় তাঁকে তাঁর দেশে পাঠানো হয়েছে। এই মুহূর্তে সংক্রামিতর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৪৪৭। বিশ্বে এই মুহূর্তে দ্রুত গতিতে করোনা সংক্রমণ হচ্ছে এই দেশেই। আক্রান্তের সংখ্যার নিরিকে বিশ্বে এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, দুই নম্বরে ব্রাজিল আর তিনেই রয়েছে ভারত। দেশের সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট করোনা রোগীর সংখ্যা ৩.৩ লাখ ছাড়িয়েছে। বুধবার সারাদিনে সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭১৭ জন। গত ২২ তারিখে সমস্ত একদিনে আক্রান্তের সমস্ত রেকর্ড ভেঙে সংখ্যা পৌঁছেছিল ১০ হাজার ৫৭৬-এ। মহারাষ্ট্র ছাড়াও সংক্রমণের নিরিখে লাখের ঘর টপকেছে তামিলনাড়ু, কর্ণাটক ও দিল্লি। আরও পড়ুন-Agrasain Gehlot Summoned By ED: ইডির তলব, বুধবার জেরার মুখে অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলট

বুধবার জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, বিশ্বের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬.৬ মিলিয়ন ছাড়িয়েছে। পৃথিবীতে এখন মোট করোনা আক্রান্ত ১ কোটি ৬৬ লক্ষ ৬৭ হাজার ১৩০ জন। মৃত্যু মিছিলে শামিল হয়েছেন ৬ লক্ষ ৫৯ হাজার ৪৫ জন।