Truck, Representational Image (Photo Credit: Pixabay)

দিল্লি, ১৫ অক্টোবর: অ্যামাজ়নের (Amazon)  জিনিসপত্র বোঝাই ট্রাক (Truck) হঠাৎ হাওয়া। ৮৮ লক্ষের জিনিসত্র ছিল ওই ট্রাকে। নগদ অর্থ না থাকলেও, ৮৮ লক্ষ টাকার জিনিসপত্র নিয়েই ট্রাকটি উধাও হয়ে যায়। অবশেষে হরিয়ানা থেকে ট্রাকের চালক এবং খালাসিকে পাকড়াও করা হয়।

মঙ্গলবার সলমন মাজিদ  নামে বছছর ২৬-এর যুবককে হরিয়ানা (Haryana) থেকে ধরে পুলিশ। নুহ পুলিশের তরফে সলমন মাজিদকে পাকড়াও করা হয়। যে সলমন মাজিদ কম্পিউটর, ল্যাপটপ, কি বোর্ড, ফোনের মত একাধিক দামি জিনিসপত্র অ্যযামাজ়নের ট্রাক থেকে তুলে নিয়ে চম্পট দেয়। ট্রাকটিকে মহারাষ্ট্রের দিকে পাঠানো হয়। তবে সলমন মাজিদকে ধরে পুলিশ নানা তথ্য  এ বিষয়ে খোলসা করতে পরেছে।

মহারাষ্ট্রের পারসিভনি থানায় অভিযোগ দায়ের করা হয় অ্যামাজ়নের জিনিস বোঝাই ট্রাক চুরি নিয়ে। গত ২৬ অগাস্ট অ্যামাজ়নের নানা জিনিসপত্র নিয়ে ডেলিভারির উদ্দেশে ট্রাকটি রওনা দেয়। যার মধ্যে ছিল গ্রাহকদের নানা মূল্যবান জিনিসপত্র। এরপরই ট্রাকটিকে উধাও করে দেয় সলমন মাজিদরা।

হরিয়ানার নুহ পুলিশের তরফে জোরদার খোঁজ শুরু হলে জানা যায়, ট্রাকটি মহারাষ্ট্রের দিকে পাড়ি দিয়েছে। এরপর মহারাষ্ট্র থেকেই ওই ট্রাকের চালক এবং খালাসিকে গ্রেফতার করে নুহ পুলিশ।