সংসদের বাদল অধিবেশনের আগে উভয়কক্ষের কাজকর্ম সুষ্ঠু রাখতে সরকার গতকাল এক সর্ব দলীয় বৈঠকএর আয়োজন করেছিল কেন্দ্র সরকার। বৈঠকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে এব্যাপারে সহযোগিতা চাওয়া হয়। সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যসভার নেতা জগৎপ্রকাশ নাড্ডা । যোগ দেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মরুগান একই সঙ্গে কংগ্রেস,এন সি পি-এস সি পি, ডি এম কে, সমাজবাদী পার্টি, আপের নেতৃত্বরা সেখানে উপস্হিত ছিলেন। আজ থেকে শুরু হচ্ছে সংসদে বাদল অধিবেশন। চলবে ২১ শে আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে সরকার নতুন ৮ টি বিল পেশ করবে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল, জিও হেরিটেজ সাইটস্ অ্যান্ড জিও রেলিক্স প্রিজার্ভেশন অ্যান্ড মেটেন্যান্স বিল, দ্যা মাইন্স অ্যান্ড মিনারেলস্ ডেভলাপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যামেন্ডমেন্ট বিল, ট্যাক্সেশন লজ্ অ্যামেন্ডমেন্ট বিল প্রভৃতি। এছাড়াও মনিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাবও এই অধিবেশনে পাশ করা হবে বলে মনে করা হচ্ছে।
সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজেজু বলেছেন, সরকার সংসদের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে উত্থাপন করতে চায়। জনবিশ্বাস সংশোধনী বিল ২০২৫, জাতীয় ক্রীড়া প্রশাসন বিল ২০২৫ এবং মার্চেন্ট শিপিং বিল ২০২৪-এর মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সভায় আলোচনার জন্য পেশ করা হবে বলে তিনি জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেন বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সভায় উপযুক্ত সহযোগিতা বজায় রাখতে শাসক ও বিরোধী পক্ষকে একযোগে কাজ করা উচিত বলে মত প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, আজ থেকে শুরু হতে চলা বাদল অধিবেশন ২১-শে আগস্ট পর্যন্ত চলবে। মোট ২১ দিন সভায় কাজকর্ম হবে।