গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইট হ্যাক করে ভুয়ো জন্ম শংসাপত্র বানাচ্ছিল একটি চক্র। ১৬টি রাজ্যের ৫০টিরও বেশি জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইট হ্যাক করে ১০০০টিরও বেশি জাল বার্থ সার্টিফিকেট বানিয়ে ফেলেছে এই চক্র। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্তরা। শনিবার আলিগড় (Aligarh) থেকে গ্রেফতার করা হয়েছে ৬ মূল অভিযুক্তকে। যদিও এই চক্রে আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

সিআরএস পোর্টাল হ্যাক করে অভিযুক্তরা

জানা যাচ্ছে, সম্প্রতি আলিগড়ের একটি গ্রাম পঞ্চায়েতের এক সচিব থানায় অভিযোগ করেন, তাঁদের সিআরএস পোর্টাল থেকে গত ৪দিনে ৫৯৭টি ভুযো জন্ম শংসাপত্র ইস্যু হয়েছে। আর তারপরেই সেই সচিব পুলিশের দারস্থ হয়। তাঁরাই তদন্ত করে জানতে পারে বিগত কয়েকদিনে এই চক্র বিভিন্ন রাজ্যের গ্রাম পঞ্চায়েতের সিআরএস পোর্টাল হ্যাক করে ভুয়ো বার্থ সার্টিফিকেট বানাচ্ছে।

৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

তদন্তে নেমে পুলিশ ৬ জনকে আপাতত গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে ২ জন মধ্যপ্রদেশ, ২ জন আলিগড়, ১ জন উন্নাও, ১ লখনউয়ের বাসিন্দা। তাঁদের থেকে ১৩টি মোবাইল, ৫টি ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট ও ১০০০টি ভুয়ো সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এই মামলার তদন্তের জন্য এসআইটি গঠনও করেছে পুলিশ।