কোচি: শুক্রবার মালয়েশিয়া (Malaysia) থেকে আসা চার যাত্রীর (passengers) থেকে এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের (Air Intelligence Unit (AIU)) আধিকারিকরা ২ হাজার ২০৭.২৪ গ্রামের বিদেশি সোনার গয়না (foreign-origin gold jewellery) বাজেয়াপ্ত (seized) করলেন। ঘটনাটি ঘটেছে কেরলের (kerala) কোচি বিমানবন্দরে (Kochi Airport)।
এপ্রসঙ্গে কাস্টমস ডিপার্টমেন্ট (Customs department) থেকে জানানো হয়েছে যে মালয়েশিয়া (Malaysia) থেকে আসা চার যাত্রীর কাছে থেকে ২ হাজার ২০৭.২৪ গ্রামের বিদেশি সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। কোচি বিমানবন্দরে আটক করে তাদের তল্লাশি করতেই বর্তমান বাজারমূল্যে এক কোটি ২১ লক্ষ ৮৩ হাজার ৯৬৫ টাকার সোনার গয়না বাজেয়াপ্ত হয়। কাস্টমস আইন ১৯৬২ অনুযায়ী ওই সোনা বাজেয়াপ্ত করে ধৃতদের জেরা করা হচ্ছে যে অত পরিমাণ সোনা তারা কোথায় ও কার কাছে নিয়ে যাচ্ছিল। চলছে তদন্তও। আরও পড়ুন: NCP: শরদ পাওয়ারকে প্রাণ নাশের হুমকি, মুম্বই পুলিশে অভিযোগ দায়ের মেয়ে সুপ্রিয়া সুলের
The Air Intelligence Unit (AIU), Kochi, seized 2207.24 gms of foreign-origin gold jewellery worth Rs 1,21,83,965 from 4 passengers who had arrived from Malaysia at Kochi Airport. The recovered gold was seized under relevant sections of CA-1962. Further investigation is underway:… pic.twitter.com/dVQyThms9l
— ANI (@ANI) June 9, 2023