Bhoomi Chauhan, Who Missed AI-171 Flight, Which Crashed (Photo Credits: ANI, X)

আহমেদাবাদ, ১৩ জুনঃ সময় মত ২৩০ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান এআই-১৭১। আহমেদাবাদ বিমানবন্দর থেকে রওনা দেওয়ার মিনিট কয়েকের মধ্যেই মাটিতে ভেঙে পড়ে ড্রিমলাইনার বিমানটি। লন্ডনে পৌঁছন হল না যাত্রীদের। ২২৯ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন ক্রু সদস্য ঝলসে মারা গিয়েছে এক লহমায়। ভয়াবহ এই বিমান দুর্ঘটনার কবল থেকে কেবল একজন যাত্রী মৃত্যুঞ্জয় হয়ে ফিরে এসেছেন। তবে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানের আরও এক যাত্রী কপালজোরে বেঁচে গিয়েছেন। মাত্র ১০ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছনোয় তিনি বিমানটি ধরতে পারেনি। বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। হতাশ হয়ে তিনি যখন বাড়ির পথে, গাড়িতে বসে খবরে দেখেন, তাঁর মিস হওয়া বিমানটি ভেঙে পড়েছে (Air India Plane Crash)। শিহরণ জাগানো এক অভিজ্ঞতা ভাগ করের নিলেন ওই মহিলা যাত্রী।

বৃহস্পতিবার লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি ধরতে পারেননি ভূমি চৌহান নামে এক মহিলা। আহমেদাবাদের রাস্তায় ট্রাফিকের জেরে বিমানবন্দর পৌঁছতে তাঁর ১০ মিনিট দেরি হয়। আর এই দশ মিনিটই ভূমিকে নতুন জীবন দিয়েছে। এটি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কি!

ভূমি জানান, তাঁর বিমানের সময় ছিল ১টা ১০ নাগাদ। কিন্তু রাস্তায় ট্রাফিকের জেরে বিমানবন্দর পৌঁছতে তাঁর ১০ মিনিট দেরি হয়। তিনি বিমানবন্দর পৌঁছয় ১২:২০ তে। তাঁর পৌঁছনোর ঠিক ১০ মিনিট আগে ১২:১০ নাগাদ এয়ার ইন্ডিয়ার তরফে এআই-১৭১ বিমানটির চেকিং বন্ধ করে দেওয়া হয়। তিনি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন, যাতে তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়। কিন্তু তাঁর অনুরোধ শোনা হয়নি। তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এক প্রকার হতাশ হয়েই ফিরে আসেন ভূমি। কিন্তু সেই হতাশা অল্প সময়ের মধ্যেই বদলে গেল সাংঘাতিক এক অভিজ্ঞতায়।

বাড়ি ফেরার পথে গাড়িতে বসে তিনি যখন খবরে দেখলেন তাঁর মিস হওয়া বিমানটি উড়ানের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়েছে (Air India Flight AI-171 Crash) সেই মুহূর্তে তিনি স্তম্ভিত হয়ে যান। ভাষা হারিয়ে ফেলেন। ভগবানের আশীর্বাদে বেঁচে গিয়েছেন তিনি।