Air India plane crash (Photo Credit: X)

দিল্লি, ১৯ জুন: আহমেদাবাদে (Ahmedabad Plane Crash) ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) বিমানের ব্ল্যাক বক্স (Air India 'Black Box') ভাল নেই। এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স ক্ষতিগ্রস্থ চরম দুর্ঘটনার জেরে। ফলে ওই ব্ল্যাক বক্সকে বিদেশে পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্য। এমনই সিদ্ধান্ত নিচ্ছে দিল্লি (Delhi)।  ১২ জুুন এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়তেই তার ব্ল্যাক বক্স ক্ষতিগ্রস্থ হয়। ফলে ব্ল্যাক বক্স খুঁজে পাওয়ার পর এবার তা আমেরিকায় (US) পাঠানো হচ্ছে। আমেরিকাতেই ওই ব্ল্যাক বক্সের পরীক্ষানীরিক্ষা চলতে পারে বলে জানা যাচ্ছে।

ককপিট ভয়েস রেকর্ডার,  সিভিআর, ফ্লাইট ডেটা রেকর্ডার খুঁজে পাওয়ার পর সেখান থেকে কোনও তথ্য উদ্ধার করা যায় কি না, তা নিয়ে শুরু হয়েছে তল্লাশি। ফলে এবার এয়ার ইন্ডিয়ার ব্ল্যাক বক্সকে পাঠানো হতে পারে আমেরিকায়।

আরও পড়ুন: Air India Flight AI171 Plane Crash: এয়ার ইন্ডিয়ার বিমানটি পুড়ে ছাই, যাত্রীরা কি ঝলসে গেলেন? দেখুন বিমান ভেঙে পড়ার পর দুুর্ঘটনাস্থলের কী অবস্থা

১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান ওড়ার ৫  মিনিটের মাথায় সেটি ভেঙে পড়ে। রানওয়ে থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যে বিমানটি ভেঙে পড়তেই সেখান ২৪১ জন যাত্রীর মৃত্যু হয় পুড়ে, ঝলসে। বিমান থেকে বেঁচে ফেরেন মাত্র ১ জন। ফলে ওই অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স খুঁজে  পেতেই তা থেকে তথ্য উদ্ধার করা যাবে বলে প্রথমে মনে করা হয়। তবে সেটি ক্ষতিগ্রস্থ হওয়ায়, ওই ব্ল্যাক বক্সটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে বলে খবর।