দিল্লি, ৭ জানুয়ারি: এয়ার ইন্ডিয়ার বিমানে এক বয়স্ক মহিলার উপর প্রস্রাব করা কাণ্ডে গ্রেফতার হওয়া শঙ্কর মিশ্রকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে দিল দিল্লির পাতিয়ালা আদালত। বিমানে তার গায়ে প্রস্রাব করা কাণ্ডে ৭১ বছর বয়সী এক মহিলার এফআইআর ভাইরাল হওয়ার পরে শঙ্কর গা ঢাকা দেয়। বেশ কয়েক দিন ধরে পলাতক ছিল শঙ্কর মিশ্র। শুক্রবার রাতে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে তাকে গ্রেফতার করা হয়। গতিবিধি ট্র্যাক করে জাল পেতে গ্রেফতার করা হয়।
শঙ্কর মিশ্রর নামে বিমানবন্দর অ্যালার্ট জারি করা হয়। পাশাপাশি তার ফোন ট্রেস করা,ডিজিটাল ফুটপ্রিন্ট, এবং ব্যাঙ্ক লেনদেন পর্যবেক্ষণ করে পুলিস। তাঁর অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার পরে তারা বেঙ্গালুরুতে একটি দল পাঠায়। দিল্লি পুলিশ শঙ্করের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল তার খোঁজে। আরও পড়ুন-দিল্লিতে গাড়ির ধাক্কার বলি মহিলার পরিবারকে আর্থিক সাহায্য শাহরুখের
দেখুন টুইট
Air India passenger urinating case of Nov 26, 2022 | Delhi's Patiala House Court sends accused Shankar Mishra to 14 days judicial custody pic.twitter.com/3Kfpl8dTz8
— ANI (@ANI) January 7, 2023
পুলিশের ২টি দল পাড়ি দিয়েছিল মুম্বই (Mumbai) এবং বেঙ্গালুরুতে (Bengaluru)। অবশেষে বেঙ্গালুরু থেকে আটক করা হল শঙ্করকে। দিল্লি পুলিশ সূত্রে খবর সেখানে অভিযুক্তের এক বোন থাকেন। কয়েকদিন আগেও অভিযুক্ত শঙ্কর বোনের বাড়িতে এসেছিল বলে পুলিশ জানতে পারে। শুক্রবার অভিযুক্তের খোঁজে বেঙ্গালুরু যায় পুলিশের দলটি। গতিবিধি জানতে শঙ্করের বোনকে জিজ্ঞাসাবাদ করা হয়।তারপরেই জালে আসেন অভিযুক্ত শঙ্কর মিশ্র।