Photo Credits: PTI

হায়দরাবাদ: আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরাফের (Ashraf) খুনের (Kill) ঘটনায় আগেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের (Uttar Pradesh Government) তুমুল সমালোচনা করেছেন মিম প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি (AIMIM Chief & Hyderabad's MP Asaduddin Owaisi) । আর শুক্রবার আতিক ও তাঁর ভাইয়ের হত্যাকারীদের মহাত্মা গান্ধীর খুনি (Assassin Of Mahatma Gandhi) নাথুরাম গডসের (Nathuram Godse) সঙ্গে তুলনা করলেন তিনি।

সেই সঙ্গে আতিক ও আশরাফ আহমেদের খুনিদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ কেন বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে (Unlawful Activites (Prevention) Act) মামলা দায়ের করেনি তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

শুক্রবার তেলাঙ্গানার হায়দরাবাদে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, "পুলিশ হেফাজতে থাকা মানুষরা খুন হচ্ছে। যারা এই খুন করেছে তারা সন্ত্রাসবাদী আর এটা জঙ্গি সংঠনের কাজ। তারা হয়তো আরও মানুষকে হত্যা করবে। তাহলে কেন যারা আতিকদের খুন করেছে তাদের বিরুদ্ধে ইউএপিএ (UAPA) ধারায় মামলা হবে না? খুনিদের হাতে অটোমেটিক আগ্নেয়াস্ত্র তুলে দিল কারা? কে আট লাখ টাকা দামের অস্ত্র ওদের দিয়েছে?"

এরপরই ওই খুনিদের নাথুরাম গডসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, "ওরা উগ্রপন্থায় দীক্ষিত হয়েছে আর গডসের পদাঙ্ক অনুসরণ করে চলছে। এখনই ওদের আটকাতে হবে না হলে ওরা আরও মানুষকে খুন করবে।" আরও পড়ুন: Army Rescued Tourists From Sikkim: খারাপ আবহাওয়ার জেরে সিকিমে আটকে থাকা ৭০ জনের বেশি পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা